Homeসব খবরআন্তর্জাতিকআকরিক লোহার দাম কমলো

আকরিক লোহার দাম কমলো

ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহার চাহিদা ব্যাপক কমেছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম হ্রাস পেয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ০৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৯৪৮ দশমিক ৫ ইউয়ানে। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১৩১ ডলার ৯৮ সেন্ট।

একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আসছে জানুয়ারির আকরিক লোহার দরপতন ঘটেছে ১ দশমিক ৩৮ শতাংশ। মেট্রিক টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৩৩ ডলার ৬৫ সেন্টে।

বিশ্বে আকরিক লোহার শীর্ষ উৎপাদক ও ভোক্তা চীন। দেশটিতে গত নভেম্বরে ভোক্তা মূল্য সূচক ব্যাপক নিম্নগামী হয়েছে। মাসিক ভিত্তিতে গত ৩ বছরের মধ্যে যা দ্রুতগতির পতন। এতে স্পষ্ট, চীনের অর্থনীতি পুনরুদ্ধার এখনও সম্ভব হয়নি। কারণ, অভ্যন্তরে চাহিদা দুর্বল আছে। অর্থাৎ মুদ্রাস্ফীতির চাপ ক্রমবর্ধমান।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে সিনোস্টিল ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, চীনে টানা ৬ সপ্তাহ ধরে ধাতুর উৎপাদন কমছে। তাতে সুস্পষ্ট, দেশটিতে আকরিক লোহার চাহিদা হ্রাস পেয়েছে। দেশজুড়ে অনেক অঞ্চলে ইস্পাত নির্মাতারা নিজেদের চুল্লিগুলোর বার্ষিক রক্ষণাবেক্ষণ করছে। ফলে লৌহ আকরিকের চাহিদা দুর্বল হয়ে পড়েছে।

Advertisement