Homeঅন্যান্যগরুর খামারে সফল উদ্যোক্তা দিনাজপুরের মুক্তা

গরুর খামারে সফল উদ্যোক্তা দিনাজপুরের মুক্তা

গরুর খামারে ব্যাপক সফলতার পাশাপাশি একজন সফল খামারি হয়েছেন দিনাজপুর জেলার বিরামপুরের প্রবাস ফেরত উদ্যোক্তা আসাদুজ্জামান মুক্তা। তার দেখাদেখি এখন এলাকার অনেকেই গরু পালনে উদ্বুদ্ধ হচ্ছেন। জানা যায়, ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে শুরু করেন গরুর খামার। স্বল্প পরিসরে শুরু করলেও আজ তার খামারে ১৭টি গাভী ও বাকি ১০টি বকনা। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা।

ডেইরি খামারি আসাদুজ্জামান মুক্তা বলেন, সাফল্য একদিনে আসেনি এর জন্য ১৪ বছর ধরে অনেক পরিশ্রম করতে হয়েছে। বর্তমানে প্রতিদিন ১২০-১৩০ লিটার দুধ পাই। সেই দুধ স্থানীয় মিষ্টির দোকান ও ব্যবসায়ীরা বাড়ি থেকেই ক্রয় করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রায় ৬ একর জমিতে উন্নতমানের নেপিয়ার ঘাস ও ভুট্টার আবাদ করেছি। উক্ত ঘাস ও ভুট্টা থেকে আধুনিক প্রযুক্তিতে সাইলেজ উৎপাদন করে খামারের গরুর খাবার সংস্থান করি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী বলেন, গরু পালনে মুক্তা বেশ সাফল্য পেয়েছে। ইতোমধ্যে তিনি এলাকার একজন অনুকরণীয় খামারি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নতুন উদ্যোক্তারা তার খামার পরিদর্শন করলে লাভবান হবেন। আমি তার উত্তোরোত্তর সাফল্য কামনা করি।

Advertisement