Homeসব খবরজেলার খবরমেহেরপুরে কাঠিমন আম চাষে সফল বুলবুল, প্রতি কেজি ২৫০...

মেহেরপুরে কাঠিমন আম চাষে সফল বুলবুল, প্রতি কেজি ২৫০ টাকা!

এই আম থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। আমটি খুবই সুমিষ্ট আর বারোমাসই চাষ করা যাবে। বাজারে এর ব্যাপক চাহিদা ও দাম ভালো হওয়ায় লাভবান হবেন বলে আশা করছেন তিনি। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মঈন উল আলম ওরফে বুলবুল কাঠিমন আম চাষ করে সাড়া ফেলে দিয়েছেন।

মঈন উল আলম ওরফে বুলবুলের সাথে কথা বলে জানা যায়, গত বছর তার ২ বিঘা জমিতে প্রায় ২৪০ টি কাঠিমন আমের চারা রোপন করেন। বাগানের জমি তৈরী ও চারা রোপন বাবদ প্রায় ৬৫ হাজার টাকা খরচ হয়। চারা রোপনের ১ বছরের মধ্যেই গাছে আমের মুকুল এসেছে। ‍কিছু কিছু গাছে আমও ধরতে দেখা গেছে। তার দেখাদেখি আশেপাশের অনেক চাষিরাও এই আম চাষে আগ্রহী হচ্ছেন।

চাষি বুলবুল বলেন, চারা রোপনের ১ বছরেই আমার বাগানের সব গাছে মুকুল এসেছে। কিছু কিছু গাছে কাঁচা-পাকা আমও ঝুলছে। একেকটি আম ৩০০-৩৫০ গ্রাম হয়ে থাকে। ‍কিছুদিন আগেই বাগান থেকে ৮ মণ আম তুলেছি। ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি আম ২৫০ টাকা করে বিক্রি করেছি।

তিনি আরো বলেন, প্রতি বছর বাগান পরিচর্যায় বিঘা প্রতি ১০ হাজার টাকা খরচ হবে। দিন দিন এই আমের উৎপাদন বৃদ্ধি পাবে। বাজারে এই আমের চাহিদাও বৃদ্ধি পাবে। ফলে আম বিক্রি করে লাভের পরিমাণও বেশি হবে। সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আদালত হোসেন বলেন, আমি বুলবুলের আম বাগানটি দেখেছি। এই আম দেখতেও সুন্দর খেতেও মিষ্টি। আমিও আমার ৩ বিঘা জমিতে এ আমের চাষ করবো।

মেহেরপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, কাঠিমন আম খুবই সুমিষ্ট ও এতে অনেক পুষ্টগুন রয়েছে। বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে। এই আমের সাথে বাগানে সাথি ফসল চাষ করতে হবে। সাথি ফসল বিক্রি করে লাভের টাকা দিয়ে আম বাাগনের পরিচর্যা খরচ খুব সহজেই করা যাবে। আশা করছি জেলায় এ আম চাষ আরো বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগীতা করা হবে।

Advertisement