Homeসব খবরজেলার খবরহিলিতে কেজিপ্রতি ৮০ টাকা বেড়েছে জিরার দাম!

হিলিতে কেজিপ্রতি ৮০ টাকা বেড়েছে জিরার দাম!

গত তিন সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে কেজি প্রতি জিরার দাম বেড়েছে ৮০ টাকা। ডলারের দাম উঠানামা আর বৃদ্ধির কারণে প্রকার ভেদে ৪০০ টাকার জিরা বিক্রি হচ্ছে ৪৮০ টাকা কেজি দরে। তবে ডলারের দাম কমের দিকে। কয়েকদিনের মধ্যে কিছুটা দাম কমে যাবে, বলছেন মসলা ব্যবসায়ীরা।

হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন মসলার সাথে সাথে জিরার দামও বেড়ে গেছে অনেক। তিন সপ্তাহ আগে কাকা জিরা, ইন্ডিয়ান জিরা, মধুর জিরা, আকাশ জিরা, ইরানী জিরা ও অমরিত জাতের জিরার কেজি ছিলো ৩৯০ থেকে ৪০০ টাকা, শুক্রবার তা ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। আর দাম বাড়ায় বিপাকে পড়ছেন ব্যবসায়ীসহ দূর থেকে আসা ক্রেতারা।

বগুড়া থেকে আসা নাজমুল হোসেন বলেন, ছুটির দিন হিলি বাজারে আসছি কেনাকাটা করতে। বিভিন্ন জিনিসের পাশাপাশি মসলা নিতে আসছি। তবে মসলার দাম আগের চেয়ে বেশি। গত একমাস আগে জিরা নিয়ে গিয়েছিলাম ৩৯০ থেকে ৪০০ টাকা কেজি। আজ সেই জিরার কেজি দোকানদার ৪৮০ টাকা কেজি চাচ্ছেন।

হিলি বাজারের মসলা ব্যবসায়ী শাওন বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে সব ধরনের মসলার দাম বেড়ে গেছে। আমদানিকারকদের কাছ থেকেই আমাদেরকে ৪৭২ টাকা কেজি দরে কিনতে হয়েছে।

Advertisement