Homeসব খবরক্রিকেটবাংলাদেশেও পাওয়ার হিটার তৈরি করা সম্ভব : জেমি সিডন্স

বাংলাদেশেও পাওয়ার হিটার তৈরি করা সম্ভব : জেমি সিডন্স

২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেমি সিডন্স। আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যুক্ত হচ্ছেন টাইগারদের সাবেক গুরু জেমি সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে এর মধ্যে বেশকিছু প্রতিভাবান ক্রিকেটার তুলে নিয়েছিলেন তিনি।

এই কোচের হাত ধরেই জাতীয় দলে প্রবেশ করেছেন বর্তমান সময়ে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সহ মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি তুলে এনেছিলেন তিনি। যারা এখন বাংলাদেশ ক্রিকেটের অপরিহার্য অংশ। তাইতো টাইগারদের এই সাবেক গুরুকে আবারো বাংলাদেশ জাতীয় দলের সাথে যুক্ত করেছে বিসিবি। তবে এবার আর প্রধান কোচের দায়িত্ব নয় তিনি আসছেন ব্যাটিং কোচ হিসেবে।

বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করার জন্য এবং পাওয়ার হিটার তৈরি করার জন্য তাকে দলের সাথে যুক্ত করেছে বিসিবি। জানা গেছে আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবেন তিনি। তবে জেমি সিডন্সের প্রধান লক্ষ্য বাংলাদেশ দলে পাওয়ার হিটার তৈরি করা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “টি–টোয়েন্টি শক্তির খেলা। দেশের বাইরে যদি আমরা ভালো দলগুলোকে চোখ রাঙাতে চাই, আমাদের তাহলে কিছু শক্তিশালী ব্যাটসম্যান প্রয়োজন হবে। আমরা দেখছি, ঘরের মাঠে বাংলাদেশ কম স্কোর রেখে ম্যাচ জিততে পারছে, কিন্তু দেশের বাইরে গিয়ে কাজটা কঠিন হবে।”

“আমার ইচ্ছা প্রধান কোচের সঙ্গে পরামর্শ করে ফিটনেস ট্রেনারের সহায়তায় পাওয়ার হিটিং নিয়ে কাজ করার। বাংলাদেশেও পাওয়ার হিটার তৈরি করা সম্ভব। এখন তো বাউন্ডারিই টি–টোয়েন্টি ম্যাচ জেতায়, জোরে মারতে পারাটা গুরুত্বপূর্ণ।”

Advertisement