Homeসব খবরজেলার খবরফিলিপাইনের এমডি-২ আনারস চাষে স্বপ্ন দেখছেন মধুপুরের চাষিরা

ফিলিপাইনের এমডি-২ আনারস চাষে স্বপ্ন দেখছেন মধুপুরের চাষিরা

ফিলিপাইনের এমডি-২ আনারস টাঙ্গাইলে পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে। বিশ্ব বাজারে সমাদৃত এ জাতের আনারস দীর্ঘদিন সংরক্ষণ করতে পারায় রপ্তানির আশাও করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের জানান, এই এমডি-২ আনারস স্বাদে অনন্য এবং প্রাকৃতিকভাবেই লম্বা সময় ধরে সংরক্ষণ করা যায়।

স্থানীয়রা আরও জানান, মধুপুর উপজেলার পুরো পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে আনারস উৎপাদন হয়ে থাকে। প্রতিবছর শুধু মধুপুর উপজেলাতেই আনারস উৎপাদন হয় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে। তাই খরচ কমানোসহ ক্ষতি পুষিয়ে নিতে দীর্ঘদিন সংরক্ষণের মাধ্যমে রপ্তানি করা যায় এমন জাতের আনারস উৎপাদনের পরিকল্পনা করে সরকার।

স্থানীয় চাষি মো. শিমুল সরকার বলেন, মধুপুরে ক্যালেন্ডার ও জলডুঙ্গি নামের আনারস চাষ হয়। কিন্তু ক্যালেন্ডার ও জলডুঙ্গির চেয়ে এমডি-২ অনেক টেকসই একটি আনারস। চাষিরা আরও জানান, এই আনারসটি খেতে অনেক সুস্বাদু। এছাড়া এই আনারস চাষে খরচও অনেক কম।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, চলতি মৌসুমে এবারই প্রথম ২২ হেক্টরের উপরে জমিতে এমডি-২ জাতের আনারস চাষ করা হয়েছে। তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এই আনারস কাতারে রপ্তানি করার প্রক্রিয়া চলমান রয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, মধুপুর উপজেলার ২২৭ জন কৃষকের মাঝে প্রায় ৮ লাখ ৬০ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Advertisement