Homeসব খবরক্রিকেটপ্রায় দুই দশক পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ...

প্রায় দুই দশক পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছে টাইগার সমর্থকরা

মাঠের প্রস্তুতিটা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। ব্যাটে-বলের লড়াইয়ে উইন্ডিজদের বিপক্ষে যে ভালো খেলার বিকল্প নেই টাইগারদের। প্রস্তুতি ঠিকঠাক হলেও অ্যান্টিগা টেস্ট শুরুর আগে শঙ্কা রয়ে গেছে অন্য জায়গায়। এখনো সুরাহা হয়নি সিরিজ সম্প্রচার নিয়ে। ফলে টিভিতে এ ম্যাচ দেখার সুযোগ থাকছে না বাংলাদেশি সমর্থকদের জন্য। অ্যাওয়ে সিরিজ হওয়ায়, নিজেদের অসহায়ত্ব গোপন রাখলেন না বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

প্রায় দুই দশক পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছে টাইগার সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সম্প্রচার নিয়ে এখনো কোনো সুরাহা করতে পারেনি ক্রিকেট নীতিনির্ধারকরা। আইসিসির ওটিটি প্ল্যাটফর্মে যে সুযোগটা রয়েছে, তা-ও ব্যয়বহুল ও জটিল। ফলে বাংলাদেশ-উইন্ডিজ লড়াই উপভোগ থেকে বঞ্চিত হয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা।

বিসিবি মিডিয়া কমিটির এ চেয়ারম্যান বলেন, ‘এটা যেহেতু অ্যাওয়ে সিরিজ, সবকিছু নির্ভর করছিল সে দেশের ক্রিকেট বোর্ড, ব্রডকাস্টার এবং আমাদের দেশের যেসব টেলিভিশন চ্যানেল খেলা সম্প্রচার করে থাকে তাদের ওপর। এখানে আমাদের কিছু করার নেই।’ তিনি বলেন, ‘বাংলাদেশের খেলা টিভিতে দেখা যাচ্ছে না এমন কিছু কখনোই প্রত্যাশা করি না। এর আগেও কয়েকবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আবার সব ঠিকও হয়ে গিয়েছিল।’

প্রায় দুই দশক আগে শেষবার এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচার করা হয়নি কোনো টিভি চ্যানেলে। ২০০৩ সালের পর এবারই প্রথম টাইগারদের লড়াই উপভোগ থেকে উপেক্ষিত হবে দর্শকরা। বাংলাদেশের এক সমর্থক বলেন, ‘যখন শুনলাম টিভিতে খেলা দেখা যাবে না। তখন খুব মন খারাপ লেগেছে। আমরা চাই শেষ মুহূর্তে হলেও একটা সুখবর আসুক।’

টিভিতে খেলা সম্প্রচারের ব্যবস্থা না থাকায় এখন একমাত্র উপায় আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে খেলা দেখা যেমন ব্যয়বহুল, তেমনি ব্যবহারেও জটিল। তাই টেস্টে বাংলাদেশের নতুন যুগের সূচনার সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছেন সমর্থকরা।’

Advertisement