Homeসব খবরক্রিকেটখুশি হয়ে মুশফিকুর রহিমকে ধন্যবাদ দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

খুশি হয়ে মুশফিকুর রহিমকে ধন্যবাদ দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

রোববার পাকিস্তানের বিপক্ষে গলে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন। শ্রীলংকার ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

লংকান এই অলরাউন্ডারের শততম টেস্ট ম্যাচে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটার দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে এই অভিনন্দন বার্তা জানান মুশফিকুর রহিম।

সেই কমেন্টে মুশফিকুর রহিমকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এই সময় মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “শততম টেস্টের মাইলফলকে অভিনন্দন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শুভকামনা বন্ধু।” উত্তরে অ্যাঞ্জেলো ম্যাথুজ লিখেছেন “ধন্যবাদ বন্ধু”।

২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যাঞ্জেলো ম্যাথুসের। সেই পাকিস্তানকেই শততম টেস্ট ম্যাচে পেলেন ম্যাথুস। একশতম ম্যাচ খেলার আগে ৯৯ টেস্টে ১৩টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ সেঞ্চুরিতে ৪৫.২৩ গড়ে করেন ৬ হাজার ৮৭৬ রান। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ২০০ রান। রয়েছে ৩৩টি উইকেট।

Advertisement