Homeসব খবরক্রিকেট‘আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি’

‘আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি’

একে একে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। গতকাল ঢাকায় এসে পৌঁছান ছয়জন। এর মধ্যে দুজন ক্রিকেটার তাসকিন ও মিরাজ আছেন। এ ছাড়া ফিরেছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিল্ডিং কোচ শন ম্যাকডরমটসহ সাপোর্টিং স্টাফের দুই সদস্য। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছান ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিজিও বায়েজিদুল ইসলাম। বাকি সদস্যরা আজ ফিরবেন। তবে তামিম নেই এ বহরে। তিনি এখন লন্ডনে। সেখান থেকেই কদিন পর আসবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের সবশেষ ম্যাচটি ছিল গত ১৬ জুলাই। এবারের মতো পূর্ণাঙ্গ সিরিজটি শেষ হয়েছে।

দুই টেস্টের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ। সাকিব-মাহমুদউল্লাহর নেতৃত্বে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারের তেতো স্বাদ পেতে হয়েছে টাইগারদের। তবে তামিমের অধিনায়কত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারের সফরে ওয়ানডে সিরিজ জয়টাই টাইগারদের প্রাপ্তি। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ।

সামনেই জিম্বাবুয়ে সফর। ঢাকায় ফেরার পর বিশ্রাম নেওয়ার খুব বেশি সময় পাবেন না ক্রিকেটাররা। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। বাতাসে গুঞ্জন- টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে পারে মাহমুদউল্লাহ ও মুশফিককে। জিম্বাবুয়ে সফরের পরই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এ ছাড়া আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ জানালেন, তারা এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপ বেশি দূরে নেই। সামনের বছরই বিশ্বকাপ। আমি মনে করি, আমরা এখন যে প্রসেসে এগোচ্ছি, এভাবে যদি আগাতে থাকি, তা হলে আমাদের জন্য বিশ্বকাপে ভালো করাটা সহজ হবে।

আমাদের দলে কিন্তু তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ভাইয়ের মতো অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। আমি, মোস্তাফিজ, লিটনও আছে। আমরা যারা আছি, সবারই ক্যারিয়ার মোটামুটি পাঁচ বছরের মতো। ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বিশ্বকাপে যাব। বিশ্বকাপে ভালো কিছু করলে আমাদের নিজেদের জন্য ভালো, দেশের জন্যও ভালো হবে। অবশ্যই বড় একটা অর্জন করার চেষ্টা করব। তবে এটা তো আপনি বলতেই পারেন না যে, বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি। হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। কীভাবে বিশ্বকাপটা জেতা যায় সে ওয়েটা আমরা বের করতে পারি। এটি তো লাকের ব্যাপার। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জেতার। বিশ্বকাপ জেতার।’

এ বছরের ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। আর আগামী বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী দল। দেশে ও দেশের বাইরে এ ফরম্যাটে তারা ভালো করছে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি তারা ৩-০ তে জিতে নিয়েছে। ওয়ানডেতে নিয়মিত ভালো করার কারণেই আগামী বিশ^কাপকে পাখির চোখ করার কথা বলতে পারছেন মিরাজ। আর এ ফরম্যাটে ভালো করার কারণ জানাতে গিয়ে এ অফস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘ওয়ানডেতে আমরা কমফোর্টেবল। সব সময়ই এই ফরম্যাটে ভালো ক্রিকেট খেলি। ৪-৫ বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। ভালো রেজাল্টও করছি। যে জিনিসটা সফলতা পায় অবশ্যই ওই জিনিসটা সবাই বেশি আত্মবিশ্বসী থাকে।’

Advertisement