Homeসব খবরক্রিকেট‘আরও একবার প্রমাণ হলো, ওডিআইতে বাংলাদেশ অপ্রতিরোধ্য’

‘আরও একবার প্রমাণ হলো, ওডিআইতে বাংলাদেশ অপ্রতিরোধ্য’

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালের দল। সিরিজের শেষ ম্যাচ রিল্যাক্স হয়ে খেলে টিম টাইগার। চলতি ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। টাইগার বোলাররাও অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন। এই ম্যাচে ব্যাটসম্যানের চেয়ে টাইগার বোলারদের কৃতিত্বই বেশি। উইন্ডিজদের মাত্র ১০৮ রানে আটকে দেয় নাসুম আহমেদ-মেহেদি হাসান মিরাজ। পরে ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক তামিমের অপরাজিত ৫০ রানের পাশাপাশি, শান্তর ২০ এবং লিটনের অপরাজিত ৩২ রানে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ।

টাইগারদের শুভেচ্ছা জানিয়ে ছোট পর্দার তারকা অভিনেতা সজল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল। সঙ্গে তামিম ইকবাল খানের ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম ফিফটি। আরও একবার প্রমাণ হলো, ওডিআইতে বাংলাদেশ অপ্রতিরোধ্য। অভিনন্দন টাইগারদের।’

Advertisement