Homeসব খবরক্রিকেটহোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ

হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ

আরও একটি হোয়াইওয়াশের হাতছানি। ওয়ানডে ফরম্যাটে উইন্ডিজের বিপক্ষে অপ্রতিরোধ্য টিম টাইগার্স। পরিসংখ্যানেও স্পষ্ট বাংলাদেশের দাপট। টানা ১০ ওয়ানডেতে ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা। সংখ্যাটা আরো এক ধাপ উপরে নিয়ে যাওয়ার সুযোগ। সেই সাথে হোয়াইটওয়াশের রেকর্ডও। হোয়াইটওয়াশের মিশনে একাধিক পরিবর্তন নিয়ে নামবে টিম টাইগার্স। শেষ ওয়ানডেতে স্বাগতিকদের স্পিনে ঘায়েলের পরিকল্পনা টাইগারদের। আর হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া উইন্ডিজরা। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শুরু আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে ওয়ানডে সিরিজে ২ বার বাংলাদেশের কাছে হোয়াইওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। গেল বছর ঘরের মাটিতে টাইগারদের কাছে বিধ্বস্ত হয় ক্যারিবিয়রা। এর আগে ২০০৯ সালে উইন্ডিজের ডেরায় গিয়ে তাদেরকে ধবলধোলাই করে সাকিবরা। চলতি সিরিজে এরই মধ্যে এক অনন্য রেকর্ড স্পর্শ করেছে তামিমের দল। ২০১৫ বিশ্বকাপের পর মাশরাফীর নেতৃত্বে টানা ৫ ওডিআই সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফীরই যোগ্য উত্তরসূরী তামিম। এবার জয়ের মধ্য দিয়ে তামিমও টাইগারদের টানা ৫ সিরিজে জয় উপহার দিল।

গায়ানা তামিমের জন্য রানের স্বর্গ। অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে প্রভিডেন্সে সবচেয়ে বেশি রান বাংলাদেশ অধিনায়কের। এই সিরিজেও সর্বোচ্চ ৮৩ রান তার। যদিও শেষ ম্যাচে না খেলার ইঙ্গিত দিয়ে রেখেছেন। বাজিয়ে দেখবেন বেঞ্চের শক্তি। সেক্ষেত্রে খেলতে পারেন বিজয়। সিরিজে টাইগার স্পিনে ধরাশায়ী হয়েছে উইন্ডিজ। শেষ ম্যাচেও নাসুম, মিরাজ, সৈকত বাংলাদেশের বোলিং শক্তির বড় অংশ হয়ে থাকবে। সঙ্গে যোগ হতে পারেন তাইজুল। ম্যাচের দিন রৌদ্রজ্জ্বল থাকবে না গায়ানা। মেঘলা আবহাওয়া থাকলেও ম্যাচ ভেস্তে যাবার শঙ্কা কম।

Advertisement