Homeসব খবরক্রিকেটসাকিব ভাইয়ের সাথে প্রতিদ্বন্দিতা করতে চাই না; আমি আমার...

সাকিব ভাইয়ের সাথে প্রতিদ্বন্দিতা করতে চাই না; আমি আমার জায়গায় থাকতে চাই : নাসুম আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। যে কারণে তার জায়গায় ওয়ানডে দলের একাদশের সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নাসুম শেষ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটেও জ্বলে উঠেছেন। বাংলাদেশ ক্রিকেটারের জীবন্ত কিংবদন্তি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারের শেষ সময়ে এসে বাংলাদেশ দলে নিয়মিত না হলেও সাকিবের সাথে প্রতিদ্বন্দিতা গড়ার মতো ক্রিকেটার এখনো বাংলাদেশে তৈরি হয়নি।

সাকিবের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন তিনি। যে কারণে সাকিবের জায়গায় সুযোগ পেয়ে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে জানিয়েছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৬ রান করে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে চার মেইডেনে ১৯ রান দিয়ে উইকেট নিয়েছেন তিনটি, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। নিঃসন্দেহে এই সিরিজের দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ।

তবে একাদশে সাকিব আল হাসান ফিরলে বাদ পড়তে পারেন নাসুম। তবে এই মুহূর্তে এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে চান না নাসুম। শুধু সাকিব নয়, দলের কারও সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তিনি, “তাইজুল (ইসলাম) ভাই ওনার জায়গায় খেলবে, আমি আমার জায়গায়। আমি তাইজুল ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, সাকিব ভাইয়ের সঙ্গেও না।”

সতীর্থের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বদলে পারফরম্যান্সের মাধ্যমে নিজের কাজ করে রাখার দিকেই মনোযোগ নাসুমের, “দলে প্রতিষ্ঠিত হয়ে গেছি এমন না। যে কটা ম্যাচই খেলি, ভালো খেলার প্রবণতা থাকে। স্থায়ী হয়ে গেছি, এটি মনে করি না। আমাকে খেলতে হলে পারফর্ম করেই খেলতে হবে।”

Advertisement