Homeসব খবরক্রিকেটনাসুম অবিশ্বাস্য রকমের ভালো বোলিং করেছে : তামিম ইকবাল

নাসুম অবিশ্বাস্য রকমের ভালো বোলিং করেছে : তামিম ইকবাল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। যে কারণে তার জায়গায় ওয়ানডে দলের একাদশের সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নাসুম শেষ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটেও জ্বলে উঠেছেন।

সাকিবের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন তিনি। যে কারণে সাকিবের জায়গায় সুযোগ পেয়ে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে জানিয়েছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৬ রান করে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে চার মেইডেনে ১৯ রান দিয়ে উইকেট নিয়েছেন তিনটি, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। নিঃসন্দেহে এই সিরিজের দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ।

এর মধ্যে গতকাল ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়ে ব্যতিক্রমী উদযাপন নজর কেড়েছে সবার। এক হাত আড়াআড়ি রেখে আরেক হাত নিচে খাড়াভাবে ধরে ছুটতে থাকেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে নাসুমের উদযাপন নিয়ে ম‌্যানেজার নাফীস ইকবাল বলেন, ‘ “উদযাপনের মানে হলো ‘আ নিউ টাইগার ইজ কামিং’… এটা হলো ‘T’ (হাত দিয়ে দেখিয়ে), টি-তে টাইগার, এটিই ওই উদযাপন।’ ব্রুকসের উইকেটের পর নাসুম একই ওভারে সাজঘরের পথ দেখান শাই হোপ ও নিকোলাস পুরানকে।

ম‌্যাচ শেষে অধিনায়ক তামিম তাকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, “দুর্দান্ত বোলিং করেছে। সাকিব থাকলে সে ম্যাচ খেলার সুযোগ পায় না। আমার মনে হয়, সে অবিশ্বাস্য রকমের ভালো বোলিং করেছে। কন্ডিশনকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে সে। আমি মনে করি, সে সত্যিই দারুণ বোলিং করেছে।”

অধিনায়কের সুরে সুর মিলিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গোও। ধারাভাষ‌্যকার ইয়ান বিশপের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “নাসুমের নিয়ন্ত্রণ দুর্দান্ত। টি-টোয়েন্টি ক্রিকেট অনেক খেলেছে সে। সে স্মার্ট বোলার। ব্যাটসম্যানদের একদমই জায়গা দেয় না, আলগা বল করে না। সে জানে কখন লেংথ টেনে বল করতে হবে, কখন একটু ধীরে বল করতে হবে।”

Advertisement