Homeসব খবরক্রিকেটপ্রস্তুতি ম্যাচের প্রথম দিন বাংলাদেশের প্রাপ্তি তামিমের সেঞ্চুরি

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বাংলাদেশের প্রাপ্তি তামিমের সেঞ্চুরি

টেস্ট ম্যাচ খেলতে নামলেই যেন বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দূরাবস্থার চিত্র ফুটে ওঠে। বিশেষ করে টপ অর্ডার মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। সেটির প্রভাবে সৃষ্ট চাপে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়ে ওঠে না। সাম্প্রতিক সিরিজগুলোতে এ সমস্যাটি যেন প্রবলভাবে দেখা দিয়েছে।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে শুক্রবার (১০ জুন) থেকে শুরু হয়েছে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ। গতকাল প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষেও ব্যাটিং দূর্দশা চোখে পড়েছে। প্রাপ্তি বলতে কেবল অভিজ্ঞ তামিম ইকবালের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর অর্ধশত। বাকিরা সবাই যাওয়া-আসার মধ্যে ছিল। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান।

ব্যাটিং করতে নেমে শুরুতেই আউট হয়ে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ে তুলেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৯৯ বল মোকাবিলায় ৫৪ রান করেন শান্ত। এরপর মাঠে নামেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়া মুমিনুল হক। নেতৃত্ব ছাড়লেও ব্যাটিংয়ের দূরাবস্থা কাটিয়ে উঠতে পারেননি তিনি। আবারও রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক সাকিব আল হাসান এই ম্যাচে নেই। তার বদলি নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক লিটন দাস। কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। মাত্র ৪ রান করে ফিরে গেছেন।

দিনশেষে অপরাজিত আছেন তামিম ইকবাল ও মোসাদ্দেক হোসেন সৈকত। তামিম ২৪০ বল মোকাবিলায় ১৪০ রান ও মোসাদ্দেক ৬ রানে অপরাজিত। তারা আজ আবারও ব্যাট করতে নামবেন।

Advertisement