Homeসব খবরবিনোদননাসির-তামিমার বিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রাকিবের আইনজীবী

নাসির-তামিমার বিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রাকিবের আইনজীবী

বিমানবালা তামিমা সুলতানা তাম্মী এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। সে হিসেবে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী পরিচয় দেয়া তামিমা যে বিয়ে করেছেন সেটি অ’বৈধ। এমনটাই প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংশ্লিষ্ট মা’মলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মী এবং তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে আদালতে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে রাকিব হাসানের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান গণমাধ্যমকে বলেন, তামিমা যদিও দাবি করেন যে রাকিবকে ডিভোর্স দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোন ডিভোর্সের কাগজ সঠিক আইনি প্রক্রিয়া মেনে রাকিবকে দিতে পারেননি। তিনি এখনও রাকিব হাসানের বিবাহিতা স্ত্রী। বিষয়টি নিয়ে কোর্টে মামলা করার পর কোর্ট পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

পিবিআই ২০১৬ সাল থেকে আজকের দিন পর্যন্ত বিভিন্ন বিষয়ে তদন্ত চালায়। সেই সময় থেকে তারা (তামিমা ও রাকিব) স্বামী স্ত্রীর পরিচয়ে কোন কোন হোটেলে ছিলেন, কোথায় কোথায় গেছেন সেই সকল বিষয় তদন্তে উঠে আসে। সেইসাথে পিবিআই প্রতিটি হোটেলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে অসংখ্য তথ্য প্রমাণ আজ কোর্টে দাখিল করেছেন বলেও জানায় রাকিবের আইনজীবী।

অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ওনি (তামিমা) যে রাকিবের স্ত্রী তাই নন, নাসিরের সাথে তামিমার বিয়েটা সম্পূর্ন অ’বৈধ।কারণ বর্তমান স্বামী থাকা অবস্থায় কোন মেয়েকে স্বামী হিসেবে নেয়া সম্ভব না। উপরন্তু ওনারা যে কাগজ দেখিয়েছেন এবং ডাক বিভাগের যে স্মারক দেখিয়েছেন সেগুলো জাল-জালিয়াতির মাধ্যমে করেছেন। এ বিষয়টিও পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে এবং ডাক বিভাগও জানিয়েছেন এই স্মারক নাম্বারে কোন ধরনের লেটার সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাকিব হাসানকে প্রদান করা হয়নি।

পিবিআই তিনজনকে আসামি করে আজ বৃহস্পতিবার আদালতে রিপোর্ট দাখিল করেছেন। মা’মলায় জাল জালিয়াতি, ব্যাভিচার ও রাকিবকে মানহানির অভি’যোগে এক নাম্বার আসামি করা হয়েছে তামিমা সুলতানাকে।অন্যের স্ত্রীকে যেনেশুনে বিয়ে করার অভিযোগে দ্বিতীয় আ’সামি করা হয়েছে নাসির হোসেনকে। আর জাল জালিয়াতির প্রক্রিয়ায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ‍তৃতীয় আ’সামি করা হয়েছে তামিমা সুলতানার মা সুমি আক্তারকে।

ইশরাত হাসান বলেন, তাদের বিরু’দ্ধে জাল জালিয়াতিসহ সমস্ত অপ’রাধ প্রমাণিত হওয়ায় ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়েছে আদালতে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাই’রাল হয়। পরে তা রাকিবের নজরে আসে এবং তিনি মাম’লা করেন। অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বিয়ের সম্পর্ক থাকাকালীন নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিমা। ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে যা সম্পূর্ণ অ’বৈধ। এতে বাদি ও তার শিশুকন্যা মানসিকভাবে বিপ’র্যস্ত।-আরটিভি অনলাইন।

Advertisement