Homeসব খবরক্রিকেটআমি কখনোই মুস্তাফিজ হতে পারব না, মুস্তাফিজ ‘কাটার মাস্টার’...

আমি কখনোই মুস্তাফিজ হতে পারব না, মুস্তাফিজ ‘কাটার মাস্টার’ আর আমার শক্তি গতি : তাসকিন

নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এই মুহূর্তে সবচেয়ে গতিশীল ফাস্ট বোলার তাসকিন আহমেদ। মূলত গতি দিয়েই প্রতিপক্ষের ব্যাটসম্যানকে কাবু করেন তাসকিন। গতির পাশাপাশি সঙ্গে সুইংয়ের মিশেলটাও দারুন করেন তাসকিন। কিন্তু মুস্তাফিজের মত কাটার ও স্লোয়ার বোলিং করতে পারেন না তাসকিন।

তাইতো বিশ্বকাপের আগে আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শরণাপন্ন হয়েছিলেন তাসকিন আহমেদ। মূলত কাটার আর স্লোয়ার শিখতেই আজ মাশরাফির সাথে অনুশীলন করেছেন তিনি। কিন্তু অনুশীলন শেষে তিনি বুঝতে পেরেছেন এটি দ্বারা সম্ভব নয়।

আর সে জন্যই আজ অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অকপটে স্বীকার করে নিয়েছেন, ‘আমি মোস্তাফিজ হতে পারব না। মোস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি আরকি। মোস্তাফিজের মতো কাটার আমি পারব না। আমার পেসের সঙ্গে, সুইংয়ে আগের চেয়ে বেটার কাটার যদি করতে পারি তাহলে একটা অপশন বাড়বে। ইট ক্যান বি অ্যা মাই গুড ওয়েপন।’

কাটার নিয়ে কথা বলতে গিয়ে তাসকিনের মূল্যায়ন, তিনি আগেও কাটার ছুঁড়েছেন। তবে তার কার্যকরিতা কম ছিল। কোথায় ঘাটতি ছিল তা জানিয়ে তাসকিন বলে ওঠেন, ‘আমি কাটার আগেও করতাম। আমারটা একটু সোজা যেত, কম ঘুরত। স্লোয়ারটা কি আসলে সেইম অ্যাকশনে একটু পেস কমে গ্রিপ করা। সেটাই চেষ্টা করছি।’

“আমার শক্তি যেটা পেস বাউন্স এটার সঙ্গে ওটা যোগ হলে আরেকটা বিকল্প হতে পারে। মাশরাফি ভাই বলেছেন, যদি ভাল লাগে তাহলে চেষ্টা করবা। হয়ত একটু সময় লাগবে। যদি শিখতে পারি আমার মনে হয় ভাল হবে। আগে তো মিরপুরের উইকেটেও আমার কাটার ধরত না। এখন একটু ধরছে। আরও অনুশীলন করব, আরও আত্মবিশ্বাসী হবো। হয়ত ভাল হবে।”

Advertisement