Homeসব খবরক্রিকেটদুঃখ প্রকাশ করলেন সাকিবরা

দুঃখ প্রকাশ করলেন সাকিবরা

আভাস ছিল শাস্তি দেয়ার। কিন্তু বাস্তবে তা হয়নি। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে অনুশীলনের সময় সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে এক প্রকার রেহাই পেয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যক্তিগত অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভঙ্গ করেছিলেন সাকিব আল হাসান। অনিচ্ছাকৃত এই ভুলের কারণে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ও তার দল মোহামেডান। পাশাপাশি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ঐতিহ্যবাহী ক্লাবটিকে সতর্ক করেছে। ফলে সুরক্ষা বলয় ভাঙলেও কোনও শাস্তি পাচ্ছে না মোহামেডান।

আজ (বুধবার) এক ভিডিও বার্তায় সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সিরিজের মানের জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের জন্য। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আগেই জানিয়েছিল, জৈব সুরক্ষা বলয় যে দল কিংবা ক্রিকেটার ভাঙবে, তাদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার জৈব সুরক্ষা বলয় ভঙ্গ নিয়ে একটি মিটিং ও ভার্চুয়াল শুনানির আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিসিডিএম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী মোহামেডানকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম, ‘গতকাল (৮ জুন) আমরা বিসিবি ও সিসিডিএম থেকে একটি শুনানির আয়োজন করেছি। আপনারা অবগত আছেন সিসিডিএমের অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজিত হচ্ছে, সেখানে মোহামেডানের অনুশীলনে বায়ো-বাবল ভেঙেছে। আমাদের বিসিবির পরিচালক জালাল ইউনুস, বিসিবি প্রধান নির্বাহী, সিসিডিএমের সদস্য সচিব ও মোহামেডানের টপ ম্যানেজমেন্ট এবং সাকিব আল হাসান উপস্থিত ছিলেন। অপ্রত্যাশিতভাবে যেটা ভঙ্গ হয়েছে, এটা নিয়ে তারাও সতর্ক, তারা দুঃখ প্রকাশ করেছে।’

Advertisement