Homeসব খবরক্রিকেটতাসকিন বলেন, ‘আমাদের সবচেয়ে বড় উদাহরণ মাশরাফি ভাই’

তাসকিন বলেন, ‘আমাদের সবচেয়ে বড় উদাহরণ মাশরাফি ভাই’

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠে ফিরতে তাকে থামিয়ে রাখতে পারেনি কেউই। এইতো সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি। জীবনটাকে ক্রিকেটের জন্য উৎসর্গ করে দিয়েছেন তিনি।

৭টি সার্জারি করেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। তাইতো তাকেই অনুপ্রেরণা হিসেবে দেখছেন আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বোলার হিসেবে তার আদর্শ মাশরাফি বিন মুর্তজা। চোটের সঙ্গে লড়াইয়েও তিনি প্রেরণা মানছেন সেই মাশরাফিকেই।

“ইনজুরি যে কারও হতে পারে। হাতে আছে কেবল প্রক্রিয়া ও শৃঙ্খলা রাখা। এগুলোই চেষ্টা করতে পারি। নিয়ন্ত্রণে যেসব আছে, ওসবকেই আরও ধারালভাবে করতে চাই। স্বপ্ন তো সবসময়ই তিন ফরম্যাটে নিয়মিত খেলার। কিন্তু ইনজুরির বাধা মাঝেমধ্যে আসবে, এটাই জয় করতে হবে।”

“আমাদের সবচেয়ে বড় উদাহরণ মাশরাফি ভাই, তিনিও অনেক ইনজুরির সঙ্গে লড়াই করে খেলেছেন। এসব দেখার পর আমরা তরুণ ফাস্ট বোলাররা অনুপ্রাণিত হই যে ইনজুরি হবেই, ফিরে আসতে হবে।”-যোগ করেন তাসকিন আহমেদ।

Advertisement