Homeসব খবরক্রিকেটআইপিএল খেলতে কবে যাবেন লিটন

আইপিএল খেলতে কবে যাবেন লিটন

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হওয়ায় লিটনের আইপিএল খেলা নিয়ে আপাতত আর কোনো বাধা নেই। ইতোমধ্যে কলকাতায় যোগ দিয়েছেন সাকিবের বদলি ইংলিশ ক্রিকেটার জেসন রয়। চলমান আইপিএল থেকে সাকিব সরে দাঁড়ালেও প্রথমবারের মত সেখানে খেলার সুযোগ হারাতে চান না লিটন।

জানা গেছে, আইপিএল খেলতে লিটনের ছুটি মিললেও তিনি ম্যাচ শেষে বিশ্রামে কাটিয়েছেন। সেক্ষেত্রে আগামীকাল তিনি কলকাতা টিমে যোগ দিতে পারেন।

আগামীকাল ৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে কেকেআরের জার্সিতে মাঠে নামার সুযোগ থাকছে লিটনের। এরপর আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

আইপিএলে যোগ দেওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে নজর কাড়তে পারেনি লিটন। প্রথম ইনিংসে ৪১ বলে ৪৩ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে লিটনের সংগ্রহ ২১ রান। দুই ইনিংস মিলিয়ে ৬৬ রান করার পাশাপাশি পাঁচটি ক্যাচও রয়েছে লিটনের নামের পাশে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন লিটন। তিন ফরম্যাট মিলিয়ে তার রান এখন ৬ হাজার ১। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ১৭৫ ম্যাচ। এর মধ্যে ৩৮টি টেস্টে ২ হাজার ৩১৯, ৬৬টি ওয়ানডেতে ২ হাজার ৬৫ ও ৭১ টি-২০ ম্যাচে লিটন এক হাজার ৬১৭ রান করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে লিটন করেছেন ৮টি সেঞ্চুরি ও ৩৪টি হাফসেঞ্চুরি। এর মধ্যে টেস্টে ৩টি এবং ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি করেছেন এ ক্ল্যাসিক ব্যাটার। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে লিটন ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

Advertisement