Homeসব খবরজেলার খবর১৬০ কেজির বাঘাইড়! আস্ত কেনার লোক নেই

১৬০ কেজির বাঘাইড়! আস্ত কেনার লোক নেই

সিলেট নগরের বন্দরবাজারের লালবাজারে বিশাল আকারের একটি বাঘাইড় বিক্রির জন্য তোলা হয়েছে। স্থানীয়ভাবে বাঘ মাছ হিসেবে পরিচিত মাছটি দেখতে ভিড় জমিয়েছে কৌতূহলী মানুষ।

আজ মঙ্গলবার ভোরে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ার পর সকালে নগরের লালাবাজার মাছের বাজারে এটি বিক্রির জন্য তোলা হয়। এটি বিক্রি করে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পাওয়ার আশা করছেন বিক্রেতা আনোয়ার মিয়া।

লালবাজারের এ বিক্রেতা জানান, জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে মাছটি জেলেদের জালে আটকা পড়ে। এরপর আজ সকালে এটি বিক্রির জন্য নগরের লালবাজার মাছের বাজারে নিয়ে আসা হয়। এখন বাঘাইড় মাছটি বিক্রির জন্য নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। যদি আস্ত মাছের ক্রেতা না পাওয়া যায় তাহলে বুধবার এটিকে কেটে বিক্রি করা হবে।

এদিকে ১৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ দেখতে বাজারে ভিড় জমিয়েছে কৌতূহলী মানুষ। অনেকে অপেক্ষায় আছেন কেটে বিক্রি হলে কেনার জন্য। অনেকে মুঠোফোনে ছবি তুলছেন। কেউ কেউ মাছটি ছুঁয়ে দেখার চেষ্টা করছেন।

মাছ দেখতে আসা নগরের উপশহর এলাকার বাসিন্দা সরোয়ারুল ইসলাম বলেন, ‘বন্দরবাজারে এসেছিলাম অন্য কাজে। এত বড় মাছ ধরা পড়েছে শুনে দেখতে এসেছি। পুরো মাছ কেউ না কিনলে কালকে কেটে বিক্রি হবে। সে ক্ষেত্রে এক-দুই কেজি কেনার পরিকল্পনা করেছি।’

মাছের বিক্রেতা আনোয়ার মিয়া বলেন, ‘সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ার নদীতে জেলেদের জালে ভোরে মাছটি ধরা পড়ে। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করে মাছটি কিনে এনেছি। মাছ দেখে অনেকে দাম জানতে চাইছেন। কিন্তু আস্ত মাছ কেনার মতো কাউকে এখনো পাচ্ছি না। না পেলে কেটে বিক্রি করব। অনেকে মোবাইল নম্বর দিয়ে যাচ্ছেন। কাটলে তাদের কল দিয়ে জানাব।’

কত টাকায় বিক্রি করতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পাব আশা করছি। আর যদি কেটে বিক্রি করি তবে কেজিপ্রতি দুই হাজার টাকায় বিক্রি করব।’

সূত্র: কালের কণ্ঠ অনলাইন।

Advertisement