Homeসব খবরক্রিকেট১০-১৫ রান ঘাটতির আক্ষেপ মোসাদ্দেকের

১০-১৫ রান ঘাটতির আক্ষেপ মোসাদ্দেকের

ম্যাচ হারে স্বাভাবিকভাবেই ব্যাটিং নিয়ে হতাশ বাংলাদেশ। চাপের মুখে প্রশংসিত ইনিংস খেলেছেন মোসাদ্দেক সৈকত। তবে কন্ডিশন অনুযায়ী ১০ থেকে ১৫ রান বেশি করা গেলেই, জয় পাওয়া সম্ভব ছিল বলে মনে করেন তিনি। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এই অলরাউন্ডারের। আফগান স্পিনারদের মোকাবিলায় গত এক সপ্তাহে ছক কষে হয়েছে প্রস্তুতি। শ্রীরাম-সাকিবের কথায় মনোবল চাঙা ছিলো সবার। কিন্তু মাঠে নেমে বেগতিক অবস্থা। শারজায় মুজিব-রশিদের বিরুদ্ধে শীর্ষ পাঁচের হতশ্রী ব্যাটিং।

৫৩ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো কঠিন। মাহমুদউল্লাহর মন্হর ২৫, আর মোসাদ্দেকের ৩১ বলে ৪৮ রানের ইনিংসটা না হলে… হয়তো একশর নিচেই থামতে হতো। তারপরও বোর্ডে ১২৭ রান, টি-টোয়েন্টিতে বড্ড বেমানান। সাকিবের নেতৃত্ব, শ্রীরামের কোচিংয়ে নতুন শুরুর প্রথম পরীক্ষার ফলাফল চরম হতাশার।

ছোট টার্গেট ডিফেন্ডের চ্যালেঞ্জে, ১৬ ওভার পর্যন্ত ম্যাচে ছিলো বাংলাদেশ। কিন্তু মুস্তাফিজ-সাইফউদ্দীনের লাগামহীন বোলিং নাজিবুল্লাহ জাদরানের কাজটা সহজ করে দেয়। দিনশেষে একজন স্পিনারের অভাব বোধ করেছে বাংলাদেশ। এমন হতশ্রী ব্যাটিংয়ের পর সুপার ফোর কঠিন মনে হচ্ছে। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘুরে দাঁড়াবে, বিশ্বাস মোসাদ্দেকের। বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন।বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ। লঙ্কানদের সাথে লড়াই দুবাইয়ে।

Advertisement