Homeসব খবরজেলার খবরসেই শিশুটিকে দত্তক নিতে হলে ভার নিতে হবে আরও...

সেই শিশুটিকে দত্তক নিতে হলে ভার নিতে হবে আরও চারজনের

ময়মনসিংহের সেই ফুটফুটে শিশুটিকে দত্তক নিতে দেশের বিভিন্ন স্থান থেকে যোগাযোগ করছে মানুষজন। তবে রোববার রাত পর্যন্ত শিশুটিকে দত্তক দেবার বিষয়ে সিদ্ধান্ত ছিল না কোনো। তারাই আগলে রাখবে নবজাতক শিশুটিকে এমনটাই বলেছিল পরিবারটি।

কিন্তু সোমবার সকালে শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু, স্ত্রী, মেয়ে ও অন্য স্বজনদের নিয়ে আলোচনায় বসেন। কু’ষ্ঠ রো’গে আক্রা’ন্ত হয়ে প্রতিব’ন্ধী জীবনযাপন করা বাবলু ও তার স্ত্রী সুফিয়া বেগমের পক্ষে তিনটি শিশুর ভার বয়ে বেড়ানো কষ্টকর। সে কারণে নবজাতক শিশুটিকে দত্তক দেবার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে তা শর্ত মেনে নিতে হবে। র দুই ছেলেই সড়কে প্রাণ হারিয়েছেন। ছেলে জাহাঙ্গীর তার দেখাশোনা করে এলেও তিন সন্তান রেখে শনিবার তিনিও প্রাণ হারান। এখন তারা অথৈ সাগরে পড়েছেন। শিশুটিকে তাদের পক্ষে লালন-পালন করা সম্ভব নয়। সে কারণে তারা প্রতিব’ন্ধী স্বামী-স্ত্রী ও জাহাঙ্গীরের রেখে যাওয়া আরও দুই সন্তানের ভরণপোষণের খরচ মেটাতে পারবে এমন লোকের হাতেই দিতে চান নবজাতক শিশুটিকে।

সেই নবজাতক শিশুটির আট বছরের বোন জান্নাতুল ফেরদৌস জানায়, তার বোনকে ভালো মানুষের কাছে দিতে চায়। যদি এমন কাউকে না পাওয়া যায়, তবে নিজের কাছেই রাখবে বোনকে।

জান্নাতুল ফেরদৌসের কথায়ও এটা পরিস্কার যে যারা শিশুটিকে পেতে চায়, তাদেরকে অবশ্যই চারজনের দায়িত্ব নিতে হবে, অন্যথায় পরিবার শিশুটিকে দিতে ইচ্ছুক নয়।

Advertisement