Homeসব খবরবিনোদনভালো কাজের প্রতি জায়েদেরও একটা ক্ষুধা আছে

ভালো কাজের প্রতি জায়েদেরও একটা ক্ষুধা আছে

জায়েদ খানের মোবাইল ফোন সুইমিংপুলের পানিতে ছুঁড়ে ফেলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান! মাত্র ৫ সেকেন্ডের এমন একটি ক্লিপ ছড়িয়ে পড়ার পর পুরো সমাজমাধ্যম আলোচনা সমালোচনায় সয়লাব! তবে সবাই ধরেই নিয়েছিলেন, পাতানো দৃশ্যটি নিশ্চিত কোনো বিজ্ঞাপনের পূর্ভাবাস!

অবশ্য তার জন্য খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি। দু’দিনের মধ্যে দেখা গেল, মোবাইল আর্থিক পরিষেবা ‘নগদ’-এর বিজ্ঞাপনের অংশ ছিলো সেই পাতানো দৃশ্যটি!

যে বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত আলোচনা তুঙ্গে। এরইমধ্যে বিজ্ঞাপনের টিজারও প্রকাশ করেছে নগদ। যেখানে দেখা যায়, প্রথমবার এক ফ্রেমে ধরা পড়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এবং সময়ের ভাইরাল কিং জায়েদ খান! যে বিজ্ঞাপনে জায়েদের উপস্থিতির প্রশংসা করছেন নেটিজেনরা। আর বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও গোলাম কিবরিয়া ফারুকী।

নির্মাণে দুই ভাইয়ের যৌথ পরিচালনার ঘটনা পৃথিবীতে বিরল ঘটনা নয়। বহু ফিকশন, নন-ফিকশন, কমার্শিয়াল নির্মিত হয়েছে। এই সময়েও কোয়েন ব্রাদার্স, ফ্যারেলি ব্রাদার্স, রুশো ব্রাদার্সরা একসঙ্গে নির্দেশনা দিচ্ছেন। বাংলায় দুই ভাইয়ের যৌথ পরিচালনার ঘটনা যদিও বিরল। ‘অনির্বাণ ২০১৯’ নামের একটি ডকু-ফিকশন দিয়ে বছর চারেক আগে নতুন ব্যতিক্রম শুরু করেছিলেন সহোদর মোস্তফা সরয়ার ফারুকী ও গোলাম কিবরিয়া ফারুকী!

এরপর ফারুকীদ্বয় বেশকিছু কমার্শিয়ালের কনসেপ্টসহ যৌথ নির্দেশনা দিয়েছেন। আমার বাংলাদেশের প্রজেক্ট রাঁধুনি এবং মেরিলের টিভিসি, সেলফিনের যে পাঁচটা প্রজেক্ট, নগদের টিভিসি- এসবে নিয়মিত যৌথপরিচালনায় দেখা গেছে মোস্তফা সরয়ার ফারুকী ও গোলাম কিবরিয়া ফারুকীকে।

তাদের আলোচিত নতুন এই বিজ্ঞাপন নিয়ে কথা হয় গোলাম কিবরিয়া ফারুকীর সঙ্গে। সাকিব ও জায়েদকে এক ফ্রেমে নিয়ে আসার পরিকল্পনা নিয়েও এসময় কথা বলেন তিনি।

গোলাম কিবরিয়া ফারুকী বলেন, সাকিব আল হাসান ও জায়েদ খানকে এক ফ্রেমে আনার পরিকল্পনাটি আসলে নগদের। আমাদের যখন বলা হলো যে, বিজ্ঞাপনে সাকিব এবং জায়েদকে তারা চায়। তাদের প্রস্তাবে আমরা রাজি হয়েছি। এটার অন্যতম কারণ, তাদের (সাকিব ও জায়েদ) উপস্থিতি কমার্শিয়ালের গল্পটার সাথে যায়। তারউপর জায়েদ ভাইয়ের সাথে যখন আমরা কথা বলেছি, তখন দেখেছি- ভালো কাজের প্রতি তার একটা ক্ষুধা আছে।

জায়েদকে নিয়ে গোলাম কিবরিয়া আরো বলেন, এরআগেও জায়েদ ভাইয়ের সাথে কথা হয়েছে। তারমধ্যে একটা দারুণ ব্যাপার আমরা লক্ষ্য করি। ব্যক্তিগতভাবে কথা বলে বুঝেছি, ভালো এক্টিং এবং দারুণ কিছু করার প্রবণতা আছে। উনি ছবিয়ালের সাথে বা আমাদের সাথে কাজ করতে চায়। তার এই ক্ষুধাটা দেখেছি বলেই নগদ যখন বিজ্ঞাপনে তাকে চায় বলে জানিয়েছে, তখনই আমরা রাজি হয়ে যাই। সাকিব ও জায়েদ ভাইকে এক ফ্রেমে নিয়ে আসলে এরকম আলোচনা তৈরী হবে, সেটাতো একরকম আন্দাজ ছিলোই।

এদিকে জায়েদ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘সোনার চর’। গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে সিনেমার চেয়ে দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করেই ব্যস্ততা পার করছেন এই নায়ক। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও নিয়মিত হয়ে উঠতে দেখা যাচ্ছে তাকে।

সূত্র: চ্যানেল আই অনলাইন।

Advertisement