Homeসব খবরজাতীয়কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম!

কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম!

ভারত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ২৪ ঘণ্টা না যেতেই দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। রোববার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ২৪ ঘণ্টার ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। এখানে খুচরা পর্যায়ে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়। আর ফরিদপুরের হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৫৬ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলে দাম নেমে আসবে ৫০ টাকার নিচে।

আর ক্রেতারা বলছেন, পেঁয়াজের বাজারে স্বস্তি ফেরাতে আমদানির বিকল্প নেই। ভারতীয় পেঁয়াজ এলে দাম আরো কমতে পারে।

এর আগে, ডিসেম্বর থেকে পেঁয়াজ রফতানিতে নি’ষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এতে ভরা মৌসুমেও প্রভাব পড়ে দেশের বাজারে। তবে গত ৪ মে প্রায় ৬ মাস পর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। নিষে’ধাজ্ঞা তুলে প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য ৫৫০ ডলার নির্ধারণ করেছে দেশটির সরকার।

Advertisement