Homeসব খবরবিনোদনতথ্য মন্ত্রণালয়ে শাকিব খান

তথ্য মন্ত্রণালয়ে শাকিব খান

দীর্ঘ ৯ মাস পর গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল শত শত ভক্ত। আর তাদের ভালোবাসায় সিক্ত এই চিত্রনায়ক সেসময় জানান, খুব শিগগিরই তার ভক্ত-দর্শকদের জন্য বেশ কিছু সুখবর আসছে। তবে কী সেটা, তা খোলাসা করেননি জনপ্রিয় এই চিত্রনায়ক।

এর মধ্যেই গতকাল রোববার হঠাৎ শাকিব খানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দেখা গেল। সেখানে মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছেন তিনি। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়। যা মন্ত্রী তার ফেসবুক পেজ থেকে শেয়ারও দিয়েছেন। ওই পোস্টটি শাকিব নিজেও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

জানা গেছে, সরকারি অনুদানের চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন শাকিব খান। আর সিনেমার প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন তিনি। ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। প্রজ্ঞাপনে এর নির্মাতা হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। তবে শেষ পর্যন্ত তিনিই নির্মাণে থাকবেন কি-না, তা নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে শোবিজ অঙ্গনে।

Advertisement