Homeসব খবরক্রিকেটটি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে রুবেল হোসেনকে মিস করছেন ওয়াসিম...

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে রুবেল হোসেনকে মিস করছেন ওয়াসিম আকরাম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফাস্ট বোলার ছিলেন রুবেল হোসেন। ‌কিন্তু বিগত দুই বছর প্রায় জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। এমনকি এই মুহূর্তে বাংলাদেশের কোন দলেই দেখা যাচ্ছে না রুবেল হোসেনকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না দিলেও একপ্রকার অবসরে রয়েছেন তিনি।

তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের রুবেল হোসেনকে মিস করছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ করেছিলেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, মিস-বাহ-উল হক, এবং শোহেব মালিক।

সেখানে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের আগে টকশোতে বাংলাদেশ দলের বর্তমান পারফরমেন্স নিয়ে কথা বলেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটাররা। সেখানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বর্তমান পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশী ফাস্ট বোলারদের পারফরম্যান্স নিয়ে কথা বলতে রুবেল হোসেনকে স্মরণ করেন ওয়াসিম আকরাম।

সে সময় তিনি বলেন, “গত ১২ মাসে বাংলাদেশ ২৪ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে। তাদের ফার্স্ট বোলারদের এভারেস্ট সবচেয়ে বেশি খারাপ বিশ্ব ক্রিকেটে ৩৩.৩৩। এটা খুবই চিন্তার বিষয়”। এই সময়ে ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিসের দিকে লক্ষ্য করে বলেন, “তোমার কি মনে আছে রুবেল হোসেন যে ভালো ইয়র্কা বল করতে পারতো! সে এই দলে নেই।”

Advertisement