Homeসব খবরক্রিকেটটাইগারদের পুঁজি ১৯২ রান

টাইগারদের পুঁজি ১৯২ রান

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লে-র শুরুতে সাবধানী ব্যাটিং করেছেন দুই ওপেনার। তবে আবারও ফারুকীর বলে আউট হয়ে ফিরেছেন তামিম। করেছেন ১১ রান।

দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করার ধারাবাহিকতা ধরে রেখেছেন লিটন। ৬৩ বলে তুলে নেন ফিফটি। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন ৮৬ করে। ভাল শুরুর পর ৩০ করে আউট হয়েছেন সাকিব। রশিদের বলে কট বিহাইন্ড হয়ে, মুশফিকও দ্রুত সাজঘরে ফেরেন। ইয়াসির রাব্বিকে দ্রুত ফিরিয়ে চাপ বাড়ান রাশীদ খান।

অন্যদিকে, বাংলাদেশ ইনিংসে মাত্র চারজন দুই অঙ্কে যেতে পেরেছেন, এর মধ্যে তামিম ইকবাল তো দুই অঙ্কে গিয়েই আউট (১১)। সাকিব করেছেন ৩০, শেষ দিকে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এল ২৯। শুধু লিটন দাসই যা লড়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৮৬ রান, বাংলাদেশের বাকি ৯ ব্যাটসম্যান মিলিয়ে রান ৯৭। আর তাতেই বাংলাদেশের পুঁজি দাঁড়িয়েছে ১৯২ রান।

উইকেট বিলানোর মিছিলে এবার নাম লেখালেন মিরাজ- তাসকিন। নবীর বলে শর্ট মিড উইকেটে ফিল্ডারের হাতে বল রেখেই রান নিতে গিয়েছিলেন মিরাজ। মাহমুদউল্লাহর সঙ্গে যোগাযোগ ঠিক হলো না। নজিবুল্লাহর থ্রো সরাসরি স্টাম্পে আঘাত করে, মিরাজ তখনো ক্রিজের বাইরে।

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন লিটন। নবীর বলে ব্যাটের ওপরের কানায় লেগে লং অনে ক্যাচ ধরেন গুলবদীন নাইবের। ১১৩ বলে ৭ চারে ৮৬ রান করে ফিরলেন লিটন। এরপর লিটনের পথ ধরে আফিফও তার উইকেটটা বিলিয়ে দিয়েছেন। আর তাতেই চাপে পড়েছে বাংলাদেশ। রশিদের শিকার মুশফিক-ইয়াসির

রশিদের প্রথম শিকার হয়ে ফিরলেন মুশফিক। এর পরে ওভারের শেস বলে ইয়াসিরকেও ফেরান তিনি। আর তাতেই এক ওভারে দুই উইকেট তুলে নিলেন আফগান এই অলরাউন্ডার। সাকিবের বিদায়ের পর লিটন মুশফিকের সাথে জুটি গড়ার আগে রশিদের বলে সহজ ক্যাচ দিয়ে উইকেট হারালেন মুশফিক। এখন ক্রিজে লটনের সঙ্গে আছেন ইয়াসির। দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১৩৩ রান। লিটনের সঙ্গে বেশ দেখেশুনে খেলছিলেন সাকিব। কিন্তু আজমতউল্লাহর বলটা আঘাত হানল স্টাম্পে। আর তাতেই একবারে হতবাক হয়ে আউট হলেন সাকিব। দলের সংগ্রহ দাঁড়িয়েছে ২৩ ওভারে ২ উইকেটে হারিয়ে ১০৬ রান।

দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করার ধারাবাহিকতা ধরে রেখেছেন লিটন। ৬৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে হারিয়ে ৯১ রান। শুরুটা বেশ দেখেশুনে করেছিলেন দুই ব্যাটসম্যান তামিম-লিটন। কিন্তু ফজল হক ফারুকির বলে বোণ্ড হয়ে ফিরলেন তামিম ইকবাল। করেছেন ২৫ বলে ১১ রান। এখন ক্রিজে লিটনের সঙ্গে আছেন সাকিব। বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৫৪ রান।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কোন পরিবর্তন ছাড়াই এই ম্যাচে খেলতে নামছে টাইগার বাহিনী। তবে, আফগানিস্তান একাদশে ঢুকেছেন গুলবাদিন নাইব। প্রথম দুই ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হলেও, বিশ্বকাপ সুপার লিগের জন্য এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আফগানদের হোয়াইটওয়াশ করে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করতে চায় তামিমরা।

প্রথম ম্যাচে আফিফ-মিরাজের অনবদ্য ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। আর দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের জয়ের নায়ক লিটন দাস। লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা শেষ ম্যাচেও ধরে রাখতে আত্মবিশ্বাসী টাইগাররা।

Advertisement