Homeসব খবরআন্তর্জাতিকইউক্রেনে জনপ্রিয়তার তুঙ্গে জেলেনস্কি

ইউক্রেনে জনপ্রিয়তার তুঙ্গে জেলেনস্কি

রাশিয়ার অভিযান সাহসের সাথেই তদারকি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের দেশ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে কিয়েভ শহরেই অবস্থান করেছেন তিনি। যুদ্ধের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও বার্তায় নাগরিকদের দিক নির্দেশনা দিয়ে আসছেন। সবকিছু মিলিয়ে ইউক্রেনীয়দের মধ্যে জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে।

রেটিং সোশিওলজিক্যাল গ্রুপের চালানো একটি জরিপে দেখা গেছে, ৯১ শতাংশ ইউক্রেনীয় এখন জেলেনস্কিকে সমর্থন করছেন, ৬ শতাংশের সমর্থন জেলেনস্কির পক্ষে নয়, ৩ শতাংশ এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে।ইউক্রেনজুড়ে দুই হাজার মানুষের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে জেলেনস্কির জনসমর্থন গত বছরের ডিসেম্বরের চেয়ে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে খারকিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া দেশটির শহর চেরনিহাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সূত্র: বিবিসি

Advertisement