Homeঅন্যান্যআরও কমল স্বর্ণের দাম

আরও কমল স্বর্ণের দাম

দাম কমার ২৪ ঘণ্টার মধ্যে আবারো কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার একশ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা। এর আগে গতকাল মঙ্গলবার ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

বুধবার বিকেল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮ হাজার ৯৬২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৩ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ১৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এ নিয়ে ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস।

Advertisement