Homeসব খবরক্রিকেটফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ণ করছে না...

ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ণ করছে না বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা অন্যতম কারন বাজে ফিল্ডিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছে বাংলাদেশি ক্রিকেটাররা। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয় বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাজে ফিল্ডিং।

তাইতো টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণে জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ণ করছে না বিসিবি। আজ এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।

শনিবার গণমাধ্যমকে আকরাম খান বলেছেন, “কুককে আমরা পাচ্ছি না। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। তার চাকরি নবায়ন হচ্ছে না এটা ১৬ তারিখ ফাইনাল করব। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। তাই এখন আর আসছে না বাংলাদেশে। এজন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।”

রায়ান কুক না থাকায় দেশীয় ফিল্ডিং কোচ দিয়ে পাকিস্তান সিরিজ চালিয়ে নিয়ে হবে বলেও জানিয়েছেন আকরাম খান। বলেছেন, “আমাদের হাতে লোকাল কিছু নাম আছে। পাশাপাশি আমরা উঁচু মানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি মাস খানেকের মধ্যে পেয়ে যাব।”

Advertisement