Homeফুটবল১৮ বছর পর মালদ্বীপকে হারিয়ে রেকর্ড গড়লো জামাল-তপুরা

১৮ বছর পর মালদ্বীপকে হারিয়ে রেকর্ড গড়লো জামাল-তপুরা

মালদ্বীপকে হারিয়ে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি ফুটবলে টিকে থাকলো বাংলাদেশ। শনিবার কলম্বোয় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল ১-১। পরে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন তারকা ডিফেন্ডার তপু বর্মণ। এর আগে প্রথমার্ধে দলের প্রথম গোলটি করেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

শেষ বাঁশি বাজতেই তপু বর্মণ, জামাল ভূঁইয়ারা রাজ্য জয়ের তৃপ্তি নিয়ে একে অন্যকে জড়িয়ে ধরলেন। ডাগআউটে কোচিং স্টাফের সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস। আনন্দটা মালদ্বীপের বিপক্ষে আজ ২-১ গোলে জয়ের। হ্যাঁ, জয়টা স্রেফ একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্টে সাধারণ একটা জয়ই। কিন্তু কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে আজকের পাওয়া জয়টিকে শুধু সাধারণ জয়ের ব্র্যাকেটে বন্দী করা যাচ্ছে না। টানা ব্যর্থতায় ন্যুব্জ দেশের ফুটবলে এই জয় এনে দিয়েছে একচিলতে আশার হাওয়া।

২০০৩ সাফের ফাইনালেও মালদ্বীপকেই টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। টাইব্রেকারে জয় অবশ্য ফুটবলের পরিসংখ্যানে ড্র হিসেবেই লেখা হয়। সেই সাফের পর ৪ ম্যাচ খেলে সবগুলোতেই হার বাংলাদেশের। সর্বশেষ ২-০ গোলের হারটি তো ৩৮ দিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে।

আজও হয়তো বাংলাদেশের পক্ষে বাজি ধরার কেউ ছিল না। তাই আজকের ২-১ গোলের জয়টি চমকজাগানিয়াই বলা যায়। জামাল ভূঁইয়ার গোলে বাংলাদেশ শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধ শেষে ম্যাচ ছিল ১-১ গোলে ড্র। ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ডিফেন্ডার তপু বর্মণের গোল শেষ পর্যন্ত হয়ে থাকে জয়সূচক।

Advertisement