Homeফুটবলডি মারিয়া ম্যাচসেরা

ডি মারিয়া ম্যাচসেরা

কোপা আমেরিকার ২৮ বছরের অপেক্ষা ফুরাল আর্জেন্টিনার। কাটল শিরোপা খরা, না পাওয়ার হতাশা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জয়োল্লাস করল মেসির আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ফাইনাল ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলল তারা। ডি মারিয়া ম্যাজিকে শেষ হাসি হাসল আলবিসেলেস্তরা।

প্রথমার্ধের ২২ মিনিটে ডি পলের লং পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন ডি মারিয়া। প্রথমার্ধে ওই গোল আর শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসির দল। আর এই গোলের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

লিওনেল মেসি আলো ছড়াতে পারেননি। কিন্তু সে দুঃখ ভুলিয়ে দিয়েছেন ডি মারিয়া। ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদী লড়াইয়ে মারাকানা স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন এই আর্জেন্টাইন। আর্জেন্টিনার স্কোয়াডে এদিন অনেকটা চমক হয়েই এসেছিলেন ডি মারিয়া। এর আগে প্রায় সব ম্যাচেই বদলি হেসেবে নেমেছিলেন তিনি। তবে ফাইনালে শুরুর একাদশে তাকে নিয়ে আসেন কোচ স্কালোনি। আর তাতেই বাজিমাত।

এর আগে ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত ও ফ্রন্টলাইনারদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারসহ মাঠে উপস্থিত সবাই।

Advertisement