Homeসব খবরজাতীয়ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন দেশের অর্ধেক মানুষ : প্রধানমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন দেশের অর্ধেক মানুষ : প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ১০ কোটি মানুষের করোনা টিকা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা কার্যক্রম নিবিঘ্ন করতে পর্যায়ক্রমে ১২ বছর ও তদুর্ধ্ব ছাত্র-ছাত্রীদেরও টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার সকালে একাদশ সংসদের ১৪তম অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এসব কথা জানান।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ১৪তম অধিবেশন শুরু হয়। প্রথমেই দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এতে প্রধানমন্ত্রী সংসদকে আরো জানান, সারাদেশের শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। এরই মধ্যে ভারত-চীন ছাড়া রাশিয়া থেকেও ১ কোটি স্পুটনিক-ভি টিকা কেনার চুক্তি প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে।সংসদ নেতা আরো জানান, আগামী অক্টোবর থেকে প্রতি মাসে ২ কোটি হিসেবে ডিসেম্বর পর্যন্ত মোট ৬ কোটি সিনোফার্মের টিকা পাবে বাংলাদেশ।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদকে জানান, দেশের দেড় কোটি মানুষ করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন, আরো ১৬ কোটি টিকা কেনার অর্ডার দেয়া হয়েছে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর দায়িত্ব দেয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বিমানবন্দরে ল্যাব বসবে।

Advertisement