Homeসব খবরআন্তর্জাতিকএক সপ্তাহে আকরিক লোহার দর সর্বনিম্ন

এক সপ্তাহে আকরিক লোহার দর সর্বনিম্ন

আকরিক লোহার দাম কমছেই। চলতি সপ্তাহে সোমবার গুরুত্বপূর্ণ ধাতুটির দর আরেক দফা কমেছে। এ নিয়ে টানা ৩ কার্যদিবসে লৌহ আকরিকের মূল্য হ্রাস পেলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার এবং মাইনিং ডটকমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্বের শীর্ষ উৎপাদনকারী ও ভোক্তা চীনে আকরিক লোহার চাহিদা দুর্বল রয়েছে। একই সঙ্গে উৎপাদন নিম্নমুখী হয়েছে। ফলে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। তাই শক্ত ধাতুটির দরপতন ঘটেছে, যা গত ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এ সময়ে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর কমেছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৯৯২ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১৩৮ ডলার ৬৫ সেন্টে।গত ২ জানুয়ারির পর যা সবচেয়ে কম।

একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির মূল উপকরণের বেঞ্চমার্কের আগামী ফেব্রুয়ারির চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭১ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর স্থির হয়েছে ১৩৭ ডলার ৬ সেন্টে।গত ২ জানুয়ারির পর যা সর্বনিম্ন।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আকরিক লোহার উৎপাদন আরও কমবে। স্বাভাবিকভাবেই চাহিদা অধিক নিম্নগামী হয়ে পড়বে। সঙ্গত কারণে কঠিন ধাতুটির দাম কমেছে।

Advertisement