Homeসব খবরক্রিকেটআফগান বধে বিকালে মাঠে নামছে টাইগাররা

আফগান বধে বিকালে মাঠে নামছে টাইগাররা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় মুনিম শাহরিয়ার। আর অনুশীলনে চোট পাওয়া মুশফিক অনিশ্চিত, বিকল্প হিসেবে ডাকা হয়েছে সোহানকে। আফগান বধে টিম পারফর্মেন্সে গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হচ্ছে বেলা ৩টায়।

ওয়ানডে সিরিজে নিষ্প্রভ সাকিব, টি-টোয়েন্টিতে ছন্দে ফিরতে মরিয়া। দলের পরিকল্পনায় তিনিই কেন্দ্রীয় চরিত্র সিডন্সের মন্ত্রে পাওয়ার হিটিংয়ে মনোযোগ। টিম ম্যানেজমেন্টের বিশেষ নজর তরুণ মুনিম শাহরিয়ারের দিকে। বিপিএলের দারুণ ফর্ম টেনে এনেছে জাতীয় দলে, বৃহস্পতিবারই হতে পারে অভিষেক। ডমিঙ্গো কিংবা সিডন্স, দুজনেই তরুণ ওপেনারকে দেখে নিয়েছেন, অধিনায়ক মাহমুদউল্লাহরও ইতিবাচক ইঙ্গিত।

চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে মোমেন্টাম আফগানিস্তানের পক্ষে। টি-টোয়েন্টিতে আফগানরা আরো শক্ত প্রতিপক্ষ। মিরপুরে রাশিদ-মুজিব-নাবীদের স্পিন হতে পারে বিপদের কারণ। ওদের হারাতে দলীয় সমন্বয়ে গুরুত্ব মাহমুদউল্লাহর।

মিরপুরের রহস্যময় উইকেটে ঘাসের উপস্থিতি, একাদশে তিন পেইসার খেলানোর সম্ভাবনা বেশি। মুস্তাফিজ-শরিফুলের সঙ্গী হতে পারেন শহিদুল কিংবা তাসকিন। অনুশীলনে হাতে চোট পাওয়া মুশফিক আছেন পর্যবেক্ষণে। টি-টোয়েন্টিতে ছয় মুখোমুখিতে আফগানদের জয় চারটি, বাংলাদেশ জিতেছে দুই ম্যাচ। এবার হিসেব সমান করার মিশন টাইগারদের।

Advertisement