Homeসব খবরবিনোদনতালা দিয়েছে কে, কার এত পাওয়ার? : সুচরিতা

তালা দিয়েছে কে, কার এত পাওয়ার? : সুচরিতা

হাইকোর্টের রায়ে বুধবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এরপর এদিন বিকেলে এফডিসি যান তিনি। এসময় জায়েদ খানের সঙ্গে ছিলেন কালজয়ী অভিনেত্রী সুচরিতা, অরুনা বিশ্বাস, তরুণ চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।কিন্তু গিয়ে দেখেন চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে তালা। এরপর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জায়েদ খান। পরে অভিনেত্রী সুচরিতা, অরুনা বিশ্বাস, তরুণ চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা বলেন, কিভাবে সুন্দর হবে, তালাটা ভাঙেন। ভেঙে দেখান আপনারা। মিডিয়ার লোক আপনারা সবাইকে বলে যারা ফেসবুকে কমেন্ট করে এটা-সেটা তাদেরকে বলেন হলে যেতে। আমি বলেছি একটা ছবি রিলিজ হলে যারা আমাকে গালি দেয়, জায়েদকে গালি দেয়, জায়েদের একটা ছবি রিলিজ হলে যান ছবি দেখতে বলি তাদের। যারা ছবি বোঝে না, ছবি নিয়ে কমেন্ট করে কেন?

তিনি বলেন, ফেসবুকে ভরিয়ে দেয়। চামচামি, পাগলামি, কি কি আরও যেন ভাষা, মানে মনে থাকে না, অসভ্য ভাষা মনে থাকে না। এখন আপনারা সব তালা ভাঙেন অথবা সমিতিকে সুন্দর করেন, আমাদের হয়ে, আপনারা যখন আসছেন ইন্টারভিউ নিতে, আপনারা তাই করেন। আমি আরেকটা কথা বলি, আমাদের পাশে একটা পরিচালক সমিতি আছে। শ্রদ্ধেয় সমিতি, সেখানে অনেক পরিচালকের ছবিতে আমি এখনও কাজ করছি। আমি ক্যারেক্টার করি কিন্তু কই একজন পরিচালককে দেখলাম না তো এখানে।

ক্ষোভ প্রকাশ করে এই গুণী অভিনেত্রী আরও বলেন, এরপর কী আমি ফিল্ম ছেড়ে দেব না থাকব। একজন পরিচালক আসল না, আমাদের পেছনে দাঁড়ালো না। আমাকে তো সান্ত্বনা দিতে পারত, না। কয়দিন দাঁড়াবে না। আমিও জিজ্ঞেস করতে চাই, কয়দিন দাঁড়াবে না। দাঁড়াতে হবেই তাদেরকে। সত্যের জয় হয়নি আজকে, প্রশ্ন করেন তিনি।

এসময় সাংবাদিকরা জানতে চান এতদিন পর কেন সত্যের জয় হলো? এর জবাবে সুচরিতা বলেন, ভদ্রলোকরা দৌড়ায় নাই তো। আমরা ভদ্রলোক মানুষ তো। আমরা তো মারামারি করতে চাই নাই। এই যে তালা লাগিয়ে চলে গেছে। কে, কার এত পাওয়ার। তারা শিল্পী সমিতির সেবা করবে। এই শিল্পীদের বাইরে বসিয়ে রেখে।

Advertisement