Homeফুটবল১ গোলে এগিয়ে ব্রাজিল

১ গোলে এগিয়ে ব্রাজিল

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে প্রথম সেমিফাইনালে পেরুর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টায় অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি সিক্স ও সনি টেন টু। ইতোমধ্যে খেলার ৪৮ মিনিট শেষ হয়েছে।

খেলার শুরুর ৩৫ মিনিটের মাথায় নেইমারের সহায়তায় বাম পায়ের দুর্দান্ত শটে পেরুর জালে বল জড়িয়ে দেন লুকাস পাকুয়েতা। কয়েকবার গোল মিস করেও অবশেষে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। ১৫ মিনিটে সুযোগ পেয়েও সোজাসুজি গোলরক্ষকের হাতে মারেন এভারটন। রিচার্লিসন থেকে ডান পাশে বল পেয়ে কাজে লাগাতে পারেননি তিনি।

৮ মিনিটেই এগিয়ে যেতো পারতো ব্রাজিল। পাকুয়েতার ক্রস ডি বক্সে থাকা রিচার্লিসনের পা হয়ে আসে নেইমারের কাছে। কিন্তু সেলেসাও তারকা গোলবারের ডানদিকে ভুল জায়গায় শট নেন। ব্রাজিল-পেরু এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৪৯ ম্যাচে যেখানে জয়ের পাল্লা ভারী ব্রাজিলের দিকে। ৪৯ দেখায় ৩৫ জয় সেলেসাওদের। পেরুর জয় মোটে ৫টি। আর ড্র হয়েছে ৯টি ম্যাচ। কোপা আমেরিকার হিসাব দেখলে সেখানেও এগিয়ে নেইমাররা।

গত তিন দশকের পরিসংখ্যান বলছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চে ৮ বার লড়েছে দুই দল। যেখানে ৬ জয় আছে ব্রাজিলের আর পেরুর জয় কেবল একবারই। বাকি একটি শেষ হয় অমিমাংসিতভাবে।

Advertisement