Homeসব খবরবিনোদনস্বপ্ন আজ বাস্তব, ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম : নায়ক...

স্বপ্ন আজ বাস্তব, ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম : নায়ক ফেরদৌস

আজ শনিবার (২৫ ‍জুন) বেলা সাড়ে ১১টা দিকে টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। পরে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হন। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে ঠিক ১০টায় মাওয়ায় আয়োজিত সুধী সমাবেশের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিরাট বড় একটা ইতিহাসের সাক্ষী হলাম বলে মন্তব্য করেছেন। শনিবার মুন্সিগঞ্জের মাওয়ায় সেতুর উদ্বোধন অনুষ্ঠানস্থল থেকে এ কথা বলেন। ফেরদৌস বলেন, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন দেখতে আমাদের সাহস দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একান্ত সিদ্ধান্ত এবং একাগ্রতায় পদ্মা সেতু আজ চালু হচ্ছে এবং সেটির ওপেনিংয়ে আমরা আসতে পেরেছি। আমাদের জীবনের একটা শেষ্ঠ দিন আজ, শ্রেষ্ঠ অর্জন। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম।’

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মার পাড়ে সকাল থেকে মহা ধুমধামে চলছে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী। অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিত্রনায়ক ফেরদৌস পদ্মা সেতুর উদ্বোধনীতে গেছেন আমন্ত্রিত অতিথি হিসেবে। অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।ফেরদৌস ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনীতে আরও আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, গীতিকার কবির বকুল, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার ও আফসানা মিমিসহ অনেক তারকা।

এদিকে, বিশেষ এই মুহূর্তের সাক্ষী হয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। সেতুর উদ্বোধনীতে তিনি গেছেন আমন্ত্রিত অতিথি হয়ে। অনুষ্ঠানস্থলে বসে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রিয়াজ বললেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন আমরা হারতে শিখিনি, হারতে জানি না।’

পদ্মা সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে ফেসবুকে একটি লাইভ করছিলেন জনপ্রিয় লেখক আনিসুল হক। সেই লাইভেই নিজের মনের ভাব প্রকাশ করেন রিয়াজ। অভিনেতা বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের একটা দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, এই সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে। উনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না।’

এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে চলছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ। আমন্ত্রণ পেয়েছেন রিয়াজও। অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

রিয়াজ ছাড়াও শোবিজ জগত থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, খ্যাতিমান গীতিকার কবির বকুলসহ অনেকে।

Advertisement