Homeসব খবরজাতীয়পদ্মাসেতুর নাট-বল্টু টাইট দিলো শ্রমিকরা

পদ্মাসেতুর নাট-বল্টু টাইট দিলো শ্রমিকরা

পদ্মাসেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বায়েজিদ তালহা নামের এক যুবককে (২৬ জুন) আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এই নাট-বল্টু কি আগে থেকেই ঢিলা ছিলো নাকি ওই যুবক যন্ত্রাংশ দিয়ে ঢিলা করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। ইতিমধ্যে এক সংবাদ সম্মেলনে সিআইডি দাবি করেছে- খালি হাতে পদ্মাসেতুর নাট-বল্টু খোলার সুযোগ নেই। অর্থাৎ ওই যুবক বিশেষ কোনো যন্ত্রাংশ ব্যবহার করে পদ্মাসেতুর নাট-বল্টু খুলেছে, এমনটাই মনে করেছে সিআইডি।

তবে এই ঘটনার মধ্যেই আজ (২৭ জুন) সকালে পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু টাইট দিতে দেখা গেছে শ্রমিকদের। নাট-বল্টু টাইট দেওয়ার সময় একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওই শ্রমিকরা দাবি করেছেন- সেতুর আরও কিছু কাজ বাকী থাকায় নাট-বল্টু গুলো লাগানো হলেও পুরোপুরি টাইট দেওয়া হয়নি। বাকী থাকা কাজগুলো সম্পন্ন হওয়ার পর নাট-বল্টু টাইট দেওয়ার কথা ছিলো বলেও জানায় ওই শ্রমিকরা।

ভিডিওতে শ্রমিকদের একজন বলেন, নিচে ঢালায় হবে তো। আর এগুলো আমরা সম্পন্ন করতে পারি নাই। আমাদেরকে বলছিলো এভাবে থুয়ে যেতে। আমরা হালকা টাইট দিয়ে গেছি। আমরা আইসা দেখি অনেকগুলো নাট খুইল্যা নিয়া গেছে গা। কিছু নিচের ওয়াসার হালায় দিছে, এই নাট হালায় দিছে। অনেকগুলো নাট আজকে সকালে এসে আমরা লাগাইছি। এহন শক্ত হবে। ৪২ এর নিচেরগুলো বাকি ছিলো। আর ওগুলো সব ওকে। যেগুলো বাকি ছিলো ওগুলাই টাইট দিয়া দিতেছি আইজকা।

অন্য এক শ্রমিক বলেন, বাঙালী সবকিছু নিয়ে টিকটক করে। এই সেতু নিয়েও টিকটক করেছে। সেতুর নাটগুলো খুলে ফেলছে আর টিকটক করছে। এখন আজকে নতুন করে নাট এনে লাগাইতে হইছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর নেটিজেনরা কমেন্টে নানান নেতিবাচক মন্তব্য লিখছে নাট-বল্টু ঢিলা রাখা নিয়ে।

Advertisement