Homeসব খবরজাতীয়ক্ষমতার জন্য বিএনপি রাষ্ট্রকে দুর্বল করতে চায় : ওবায়দুল...

ক্ষমতার জন্য বিএনপি রাষ্ট্রকে দুর্বল করতে চায় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য স্বাধীন রাষ্ট্রকে দুর্বল করতে চায়। তারা সরকারের বিরুদ্ধাচারণ করতে গিয়ে দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করছে।

রবিবার (৬ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা করেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে। শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা।’

মন্ত্রী বলেন, ‘প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিএনপি’র শাসনামলের অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়াম তথা দাতাগোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। দাতাদের দয়ার ওপর নির্ভর করেই তখন বাজেট হতো।’

হকার্স লীগের আহ্বায়ক এসএম জাকারিয়া হানিফ-এর সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement