Homeসব খবরবিনোদনএবার জালে উঠল বিশাল বাগাড়, কেজি ১৩০০ টাকা

এবার জালে উঠল বিশাল বাগাড়, কেজি ১৩০০ টাকা

গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার ৭নং ফেরিঘাটের অদূরে বাহিরচর কর্নেশন এলাকায় জেলে সাইদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসার রেজাউল শরীফ জানান, এ বছর পদ্মায় বড় মাছ কম ধরা পড়ছে। গত বছর প্রায় প্রতিদিনই জেলেরা নদীতে জাল ফেলে বড় পাঙাশ, বোয়াল, আইড়, কাতল ও বাগাড় মাছ ধরত। মূলত পদ্মায় মাছ কম ও মাছ আশ্রয়স্থল পরিবর্তন করায় এ বছর মাছ কম ধরা পড়ছে।

জেলে সাইদ হালদার জানান, দৌলতদিয়ার পদ্মা নদীর বাহিরচর কর্নেশন এলাকায় সোমবার রাতে আমি ও আমার সহযোগীরা মাছ ধরতে যাই। সারারাত বসে থাকার পর মঙ্গলবার সকালের দিকে জালে একটা টান অনুভব করি। এ সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই বিশাল আকৃতির একটি বাগাড় মাছ দেখতে পাই।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রওশনের আড়তে যাই। সেখানে ৫ নম্বর ফেরিঘাটের সুমাইয়া আড়তের মালিক মো. সোহেল মোল্লার কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেছি।

Advertisement