Homeসব খবরজেলার খবরলকডাউনে কিস্তি নেওয়ায় ‘আশা’ সমিতির জরিমানা

লকডাউনে কিস্তি নেওয়ায় ‘আশা’ সমিতির জরিমানা

করোনাকালীন লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকের নিকট থেকে ঋণের কিস্তি আদায় করতে আসায় ঝিনাইদহের কালীগঞ্জে এনজিও প্রতিষ্ঠান আশা সমিতিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় শহরের ভূষণ স্কুল সড়কে এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশা সমিতিকে ৫ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রাণী সাহা।

উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, মঙ্গলবার সকালে শহরের মধুগঞ্জ এলাকায় ঋণের কিস্তি আদায় করতে আসে এনজিও আশা সমিতির কর্মীরা। এ খবর পেয়ে তিনি সেখানে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে কিস্তি আদায় করতে আসায় আশা সমিতিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন সমিতি গ্রাহকের কাছ থেকে কিস্তি আদায় করতে পারবে না বলেও জানান তিনি।

এর আগে গত ২৪ জুন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে করোনা প্রাদুর্ভাবের কারণে এনজিওর ক্রেডিট প্রোগ্রাম স্থগিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।-ইত্তেফাক

Advertisement