Homeসব খবরক্রিকেট২ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং...

২ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ জুলাই বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া বলেই এখনো এই সিরিজ একপ্রকার অনিশ্চিত। এই সিরিজকে সামনে রেখে বিসিবিকে বেশ কয়েকটি শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে সব শর্ত মেনে নিয়েছে বিসিবি এবং সেইসাথে সঠিক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেরেশনস কমিটির প্রধান আকরাম খান।

২৯ জুলাই ঢাকায় পৌঁছানোর পর তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে অস্ট্রেলিয়াকে। এরপর এক সপ্তার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফেরত যাবে অস্ট্রেলিয়া। জানা গেছে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ আগস্ট। এই বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আজ আকরাম খান বলেন,

“আমরা কাজ করছি। এখনো পর্যন্ত আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে। ওরা (অস্ট্রেলিয়া) যা চাচ্ছে তাই করার চেষ্টা করছি। সব কিছু মিলিয়ে ৯০-৯৫ ভাগ কাজ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমরা ধরে নিতে পারি ভষিষ্যতে যদি কিছু না হয় অস্ট্রেলিয়া আসবে।সূচিটা আমরা আগে বলে দিয়েছি মনে হয়। আমরা আগস্টের ২-৮ তারিখের মধ্যে পাঁচটা টি-টোয়েন্টি করবো। এবং একই ভেন্যু সেটা আমাদের মিরপুর।”

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড: অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড এবং অ্যাডাম জাম্পা।

Advertisement