Homeঅন্যান্যদেশে প্রথম আম পাকে সাতক্ষীরায়

দেশে প্রথম আম পাকে সাতক্ষীরায়

বৃহস্পতিবার (৯ মে) সকালে সদর উপজেলা কুখরালীর আম চাষি মোকছেদ মোড়লের আমবাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম। ভৌগোলিক কারণে দেশে প্রথম আম পাকে সাতক্ষীরায়। তাই মৌসুমের প্রথম আম পেতে ফলপ্রেমীদের কাছে সাতক্ষীরার আমের চাহিদা বেশি। মৌসুমের শুরুতে জেলা সদর উপজেলার কুখরালীতে মিলছে গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ কয়েকটি প্রজাতির আম।

উদ্বোধনের মাধ্যমে আজ থেকে এ বছরের প্রথম পর্যায়ে সাতক্ষীরার গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ কয়েকটি প্রজাতির আম দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন আম্রপালি আম গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন বাগানের মালিকরা।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, উপসহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাতসহ আরো অনেকে।

Advertisement