Homeসব খবরজাতীয়ভারত থেকে আতাফল আমদানি!

ভারত থেকে আতাফল আমদানি!

হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আতাফল আমদানি করা হয়েছে। ঐতিহ্যবাহী এই ফলের দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় আমদানি করা হয়েছে বলে জানা যায়। হিলি স্থলবন্দর দিয়ে এখন পর্যন্ত আড়াই মেট্রিক টন আতাফল দেশে এসেছে।

জানা যায়, দেশে দিন দিন আতাফলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় হিলির খান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথমবারের মতো ভারতের ব্যাঙ্গালর থেকে আতাফল আমদানি করছেন। দেশের কিছু জায়গায় আতাফলের চাষ হলেও তা চাহিদা মেটাতে না পারার কারণে ভারত থেকে আমদানির প্রয়োজন পড়েছে। তবে এই ফল হিলি থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে বলে জানা যায়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে একটি মিনি ট্রাকে বোঝাই হয়ে আতা ফল দেশে প্রবেশ করে। যা ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হবে।

খান ট্রেডার্সের ব্যবস্থাপক মাহাবুর রহমান বলেন, আমাদের দেশে আতাফলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশে চাহিদা অনুযায়ী চাষ হয় না। কিন্তু দেশের বাজারে ঐতিহ্যবাহী এই ফলের প্রচুর চাহিদা রয়েছে। তাই আমদানি করতে হচ্ছে। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। চাহিদা অনুযায়ী ঘাটতি পড়লে আরো আতাফল আমদানি করা হবে বলে জানান তিনি।

হিলি কাস্টমসের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিক বলেন, ভারত থেকে এক ট্রাক এসেছে। যাতে আড়াই টন আতাফল আমদানি করা হয়েছে।

Advertisement