Homeসব খবরবিনোদনপুরস্কার হাতে পেয়েই আসিফের কাছে ছুটে গেলেন মুহিন

পুরস্কার হাতে পেয়েই আসিফের কাছে ছুটে গেলেন মুহিন

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ সেরা গায়কের পুরস্কার পেয়েছেন কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন। ‘পদ্মপুরাণ’ সিনেমার ‘শোনাতে এসেছি আজ’ শিরোনামের গানটির জন্য এই স্বীকৃতি পান তিনি।

গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে মুহিনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে দেখা করতে তার অফিসে ছুটে যান মুহিন। একসঙ্গে দুজনে ছবি তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ।

তিনি লিখেছেন, সুগায়ক মুহিন আমার খুব স্নেহের। ইন্ডাস্ট্রিতে স্পষ্টভাষী শিল্পী পাওয়া খুব দূরুহ ব্যাপার। মুহিন আউটস্পোকেন, তার নেতৃত্বগুণ অত্যন্ত প্রখর। মাঝখানে কিছুটা অশান্ত সময় পার করলেও মুহিন এখন যথেষ্ট পরিণত। ফলাফল হাতের এই ন্যাশনাল অ্যাওয়ার্ড। অশান্ত সময় সবার জীবনেই আসে। এগিয়ে থাকে সেইজন, যে জানে কোথায় থামতে হবে।

আসিফের ভাষ্য, ছেলেটা আমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা মাঝে-মধ্যে আন্দাজ করে খুব স্বস্তি পাই। একটা শক্ত খুঁটির মতো ভাবি তাকে। তার পরিবারের সর্বোচ্চ অভিভাবকের জায়গায় আমি আছি। রাজশাহী গেলে ওর বাসার ছাদের চিলেকোঠায় ঘুমাই, খুব শান্তি লাগে। সেরা গায়ক হিসেবে মুহিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াতে আমি ফিরে গেছি ২০০৬ সালে। মনে হচ্ছিল, আমিই আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, মুহিন নয়।

গায়ক যোগ করেন, অত্যন্ত যৌক্তিকভাবে সে (মুহিন) সন্দিহান ছিল, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না। কারণ, সে জাতীয়তাবাদী মতাদর্শের অনুগত সৈনিক, সব সরকার এমনটাই করে। যোগ্যতর প্রতিদ্বন্দী হিসেবে মুহিনকে সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কার দেওয়ায় জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। অভিনন্দন জানাই পুরো পদ্মপুরাণ টিমের পরিশ্রমী মেধাবী কমরেডদের, ব্রাভো বয়েজ! শোনাতে এসেছি আজ-গানটির গীতিকবি শ্রদ্ধেয় জামাল হোসাইন ভাইকে মন থেকে ধন্যবাদ, মুহিনকে সযত্নে আগলে রাখার জন্য।

তিনি আরও লেখেন, যেকোনো সফলতা সে (মুহিন) আমার সঙ্গে শেয়ার করে উচ্ছ্বাস নিয়ে। অফিসের সবাইকে বলেছি, পুরস্কারটা হাতে পেয়েই মুহিন আমার কাছে ছুটে আসবে। এজন্য এতদিন ওকে অভিনন্দন জানাইনি, জন্মদিনেও উইশ করিনি। অপেক্ষায় ছিলাম পুরস্কারসহ একসঙ্গে গরম গরম ছবি তুলে ভালোবাসা জানাব। মুহিন ঠিকই এসেছে কাল, আমার মন ভরে গেছে। অনেক অভিনন্দন প্রিয় মুহিন। ক্যারিয়ারকে আরও মহিমান্বিত করো, নিজের দেশপ্রেম, ব্যক্তিত্ব, মেধা, পরিশ্রম আর সততায়। ভালোবাসা অবিরাম।

Advertisement