Homeসব খবরবিনোদনদেশ জয় করে এবার ‘পরাণ’ যাচ্ছে বিদেশে

দেশ জয় করে এবার ‘পরাণ’ যাচ্ছে বিদেশে

সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর একটি ‘পরাণ’। সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই চারদিকে চলছে আলোচনা। সিনেমার টিকিট কাটতি, অভিনয় আর গল্পের প্রশংসায় এখন দেশের মানুষ। গত শনিবার রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে দেখা মেলে দেশের জনপ্রিয় সব তারকাশিল্পীদের।

এখন তারকাশিল্পীদের মুখে মুখে ছিল ‘পরাণ’র জয়ধ্বনি। শুধু তারকাদেরই নয়, সাধারণ মানুষজনদের মুখেও এখন শুধু ‘পরাণ’। দেশের মানুষের মন জয় করে এবার সিনেমাটি যাচ্ছে বিদেশে। কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের বাঙালি প্রবাসীরাও দেখতে পাবে ‘পরাণ’ সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করে সিনেমার প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘ঈদের সিনেমাগুলোর মধ্যে “পরাণ” এত ভালো সাড়া পাবো ভাবিনি। দেশের সিনেপ্লেক্সে ও হলগুলোতে ছবিটি বেশ ভালো যাচ্ছে। একটা কন্টেন্ট একজন প্রযোজককে একাধিকভাবে উৎসাহিত করে। তাই ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী।’

ইয়াসির আরাফাত আরও বলেন, ‘এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের ছবিটি নিয়ে কথা হচ্ছে। আর সম্প্রতি কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের বিষয়টি চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই আমরা বিষয়টি সবাইকে জানাব। আর বেশ কয়েকটি দেশের সঙ্গেও কথা চলছে।’

জানা গেছে, ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ‘পরাণ’ খুব ভালো ব্যবসা করছে। চারটি শো দিয়ে শুরু হয়ে সপ্তাহ না যেতেই সিনেপ্লেক্সের শাখাগুলোতে দৈনিক ১৮টি করে শো চলছে। বর্তমানে দেশের ৫৫টি হলে চলছে সিনেমাটি। সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘পরাণ’ সিনেমাটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজির ব্যানারে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি।

Advertisement