Homeসব খবরক্রিকেটঢাকা টেস্টে ‘বিশ্রামে’ টিম ডিরেক্টর সুজন

ঢাকা টেস্টে ‘বিশ্রামে’ টিম ডিরেক্টর সুজন

টি-২০ বিশ্বকাপের পরে বাংলাদেশ ক্রিকেটে রদবদল দেখা গেছে। পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে বাদ দেওয়া হয় ক’জন ক্রিকেটারকে। লিটন দাস, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম ছিলেন ওই তালিকায়। টিম ম্যানেজমেন্টে আসেনি তেমন পরিবর্তন। ফিল্ডিং কোচ রায়ান কুক আসেননি। বাড়ানো হয়েছে একটি পদ। খালেদ মাহমুদ সুজনকে করা হয়েছে টিম ডিরেক্টর। দেওয়া হয়েছে ক্ষমতাও।

তিনি হেড কোচ রাসেল ডমিঙ্গো’র ওপর খবরদারি করতে পারবেন। দল নির্বাচন নিয়ে কথা বলতে পারবেন নির্বাচকদের সংগে। ক্রিকেটারদের মানসিক সমর্থন দেওয়া, তাঁদের ব্যাটিং-বোলিং নিয়ে টুকটাক কাজ করার দায়িত্বও সুজন-এর কাঁধে।

তবে একটা সিরিজ শেষ না হতেই হাঁপিয়ে উঠেছেন তিনি। ঢাকা টেস্টের আগে নিয়েছেন বিশ্রাম। বায়ো-বাবলের কঠিন জীবন থেকে সাময়িক মুক্তি নিতেই পারবারিক কারণ দেখিয়ে বিশ্রাম নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘পারিবারিক কারণে উনি ঢাকা টেস্টে থাকছেন না। ডিসেম্বরেই নিউজিল্যান্ড সফর আছে। সেখানে তো লম্বা সময় কোয়ারেন্টিন করতে হবে।’

Advertisement