Homeসব খবরজাতীয়আগের দামেই বিক্রি হচ্ছে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল

আগের দামেই বিক্রি হচ্ছে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল

দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার যে প্রবণতা দেখা গেছে, দাম কমানোর সিদ্ধান্তের দীর্ঘদিন পরও তার বাস্তবায়নে দেরি হচ্ছে। বিশ্ববাজারে দাম কমার কারণে গত মাসের শেষদিকে ভোজ্যতেল আমদানিকারকরা দেশে তেলের দাম কিছুটা কমানোর ঘোষণা দেয়। কিন্তু তিন সপ্তাহ পার হলেও কিছু বাজার ও পাড়া-মহল্লায় এখনও আগের বাড়তি দরে বিক্রি হচ্ছে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল।

গত ২৬ জুন ভোজ্যতেল আমদানিকারকরা ৫ টাকা কমিয়ে প্রতি লিটার খোলা সয়াবিন ১৮০ টাকা, ৬ টাকা কমিয়ে বোতলজাত প্রতি লিটার ১৯৯ এবং এবং ১৭ টাকা কমিয়ে ৫ লিটার বোতল ৯৮০ টাকা মূল্য নির্ধারণ করে। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছরে ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ৫৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলাররা আগের তেল বিক্রি করা ছাড়া নতুন কম দামের তেল দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আগের বাড়তি দরের তেল বিক্রি করতে হচ্ছে। তবে এ ক্ষেত্রে কিছুটা সমন্বয় করছেন তাঁরা। নতুন দরের এক লিটারের বোতল দিচ্ছে; কিন্তু ৫ লিটারের বোতল দিচ্ছে আগের দরে। আবার কেউ কেউ আগের বাড়তি দরের দুই লিটারের বোতল দিচ্ছে। সঙ্গে কম দরের ৫ লিটারের বোতল দিচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কারওয়ান বাজার থেকে ভোজ্যতেল পাইকারি কিনে তেজকুনীপাড়া এলাকায় খুচরায় বিক্রি করে সুমা জেনারেল স্টোর। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী মোহাম্মদ শুভ সমকালকে জানান, গত শুক্রবার মোহাম্মদপুর থেকে একটি ব্র্যান্ডের ৫, ২ ও ১ লিটারের বোতলজাত তেল কিনেছেন। ডিলার তাঁকে নতুন দরের এক লিটারের বোতল দিয়েছে। কিন্তু ৫ ও ২ লিটারের বোতল দিয়েছে দাম কমানোর আগের অর্থাৎ বাড়তি দরের।

Advertisement