Homeসব খবরজেলার খবর৪২ হাজারে বিক্রি ৩২ কেজির বাঘাইড়

৪২ হাজারে বিক্রি ৩২ কেজির বাঘাইড়

সোমবার মধ্যরাতে জেলে জয়নাল হালদারের জালে ৩২ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

তিনি জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রালারে মাছ ধরতে যান। রাতে কোনো মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। মঙ্গলবার ভোরে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে নিয়ে এলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি নিলামে কিনে নেন।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে রওশন মোল্লার আড়ত থেকে ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছটি উন্মুক্ত নিলামে ১৩ শ টাকা প্রতি কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে বিক্রির জন্য যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভ হলে বিক্রি করে দেব।

Advertisement